Ajker Patrika

মোটরসাইকেল চুরির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ৫৩
মোটরসাইকেল চুরির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

নাটোরে মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। এ সময় ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি তাঁরা সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে চুরি করে আসছেন।

গ্রেপ্তার যুবকেরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের নূর ইসলাম (২৮), একই উপজেলার বিলাসপুর গ্রামের তুহিন (৩০) ও পাবনার চাটমোহর উপজেলার পাঠানপাড়া এলাকার রাকিব হাসান (৩০)।

গতকাল মঙ্গলবার কোম্পানি কমান্ডারের কার্যালয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এ তথ্য জানান।

র‍্যাব জানায়, তাঁরা অনলাইনে ক্রেতাদের আকৃষ্ট করে ট্রান্সপোর্ট পার্সেল এজেন্সির মাধ্যমে চোরাই মোটরসাইকেল বিক্রি করে আসছিল। গত সোমবার একটি ট্রান্সপোর্ট পার্সেল এজেন্সিতে এক যুবক পার্সেলের মাধ্যমে চোরাই মোটরসাইকেল বুকিং দিতে গেলে বিষয়টি জানতে পারে র‌্যাব। ওই খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার রাতভর পাবনা জেলার চাটমোহর এবং নাটোর জেলার গুরুদাসপুর ও সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার এবং চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করে।

কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পর নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের অভিযান চালিয়ে নূর ইসলামকে ১টি চোরাই ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। এ সময় ওই চক্রের দুই থেকে তিনজন সদস্য র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে নূর ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাবনার চাটমোহর উপজেলার পাঠানপাড়া এলাকার রাকিব হাসানকে একটি চোরাই মোটরসাইকেল এবং গুরুদাসপুর উপজেলার বিলাসপুর গ্রামের তুহিনকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে নাটোর সদর থানায় একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত