Ajker Patrika

আলিয়া জানালেন মেয়ের নাম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৮: ৪১
আলিয়া জানালেন মেয়ের নাম

মেয়েকে কোলে নিয়ে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন আলিয়া ভাট। ছবিতে ডি-ফোকাসে নবজাতককে কোলে নিয়ে রণবীর ও আলিয়া। আর ফোকাসে রয়েছে দেয়ালে টানানো বার্সেলোনার একটি জার্সি। যত রহস্য লুকানো আছে সেখানেই।

৬ নভেম্বর সন্তানের জন্মের পর থেকে রণবীর-আলিয়া ভক্তদের কৌতূহল ছিল, মেয়ের কী নাম রাখবেন তাঁরা! সে প্রশ্নের জবাব লুকানো আছে ওই জার্সির গায়ে। সেখানে বড় হরফে লেখা একটি নাম—রাহা। আলিয়া জানিয়েছেন, মেয়ের এ নামটি রেখেছেন দাদি নীতু কাপুর। ‘রাহা’ শব্দের অর্থও জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে আলিয়া লিখেছেন, ‘মেয়ের নাম রেখেছেন তার দাদি। সোয়াহিলি ভাষায় রাহা নামের অর্থ আনন্দ, সংস্কৃততে বংশ, বাংলায় স্বস্তি, আরবিতে শান্তি। আমরা যখন প্রথমবার ওকে কোলে নিই, এ সবকিছু একসঙ্গেই অনুভব করেছিলাম। নামটা ওর জন্য একদম যথার্থ। রাহাকে পেয়ে মনে হচ্ছে, এই তো সবে জীবন শুরু হলো।’

মেয়েকে নিয়েই এখন সারাটা ক্ষণ কাটছে আলিয়ার। তবে মেয়েকে কীভাবে বড় করবেন তা নিয়ে অভিনেত্রী বেশ চিন্তিত। কারণ তারকাদের সন্তান মানেই সারাক্ষণ তার ওপর ক্যামেরার নজর। সম্প্রতি আলিয়া বলেছেন, ‘এত লোকচক্ষু এড়িয়ে সন্তানকে কীভাবে বড় করব, সেটা নিয়ে বেশ চিন্তিত। এ নিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গেও কথা বলেছি। আমি চাই না, আমার সন্তানের জীবনে অহেতুক কোনো কিছুর অনুপ্রবেশ হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত