Ajker Patrika

পাহাড়চূড়ায় প্রাচীন ঈদগাহ

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী
পাহাড়চূড়ায় প্রাচীন ঈদগাহ

সমতল থেকে প্রায় ১ হাজার ফুট উঁচু সবুজ পাহাড়টির নাম ‘দেয়াঙ’। তারই চূড়ায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী একটি বটগাছ। পাশের প্রশস্ত ঈদগাহজুড়ে সুশীতল ছায়ার ডালপালা মেলে ধরেছে গাছটি। তবে ঈদগাহ মাঠে অনাদরের ছাপ স্পষ্ট। কয়েক বছর ধরে ব্যবহার না থাকায় এবং সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে শত বছরের পুরোনো মাঠটি।

এটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মৌলভীবাড়ি ঈদগাহ নামে পরিচিত। এখানে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার কয়েক হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতেন। ঈদগাহ ঘিরে রয়েছে প্রায় ৫০০ বছরের স্মৃতি। এ অঞ্চলে আরাকানিদের চাটিগাঁ দুর্গ ও দেয়াঙ কারাগার অবস্থিত ছিল। মহাকবি আলাওল আরাকানিদের হাতে ধরা পড়ে এই কারাগারে বন্দী ছিলেন। উনিশ শতকের শুরুর দিকে পর্তুগিজদের আগমনের পর অঞ্চলটি ফিরিঙ্গি বন্দর নামে পরিচিতি পায়। আর ঈদগাহের ঠিক পাশেই হজরত কাতাল পীর শাহ্ (রহ.) মাজার। সেখানে নিয়মিত জিয়ারত করতে আসেন অনেকেই। এসব কারণে প্রাচীন ঐতিহ্যের সাক্ষী ও মূল্যবান সম্পদ ঈদগাহটি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উত্তর গুয়াপঞ্চকের বাসিন্দা জবির আহমদ বলেন, ‘আমরা বাপ-দাদার আমল থেকেই দেখে আসছি পাহাড়ের চূড়ায় এই ঈদগাহ ও বটগাছটি। আগে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতাম আমরা। দূরদূরান্ত থেকে আসা বন্ধু, আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হতো। তা এখন শুধু স্মৃতি।’

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসী ঈদগাহটি সংস্কার করে কয়েক বছর নামাজ আদায় করেছেন। কিন্তু বিভিন্ন এলাকায় নিজস্ব উদ্যোগে ঈদের নামাজ আদায় শুরু একেবারেই বন্ধ হয়ে পড়ে মাঠটি। করোনাকালেও দুই বছর কোনো জামাত হয়নি। চূড়ায় ওঠার জন্য যেসব সিঁড়ি রয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। দক্ষিণের প্রবেশমুখটা ঝোপঝাড়ে একেবারে বন্ধ হয়ে গেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য সাজ্জাত খান সুমন। তিনি বলেন, ‘এটি আমাদের এলাকার পুরাতন ঈদগাহ। কেইপিজেড শিল্পনগরী প্রতিষ্ঠিত হওয়ার পর কর্তৃপক্ষ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়। তাদের অর্থায়নে ঈদগাহ সংস্কারের কথা বলা হলেও তা এখন পর্যন্ত হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত