Ajker Patrika

তরিকুল ইসলামকে স্মরণ

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫: ২৪
তরিকুল ইসলামকে স্মরণ

যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, স্মরণ সভা, কবর জেয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

গতকাল বৃহস্পতিবার সকালে যশোর শহরের কারবালা কবরস্থানে মরহুমের কবর জেয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে লালদীঘিপাড়ার দলীয় কার্যালয় চত্বরে যশোর জেলা ছাত্রদল রক্তদান কর্মসূচির আয়োজন করে। যশোর রেল বাজারে যশোর নগর যুবদলের উদ্যোগে দুস্থদের মাঝ খাবার বিতরণ করা হয়। যশোর জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে কোরআন শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি-পায়জামা বিতরণ করা হয়। যশোর পলিটেকনিক কলেজ ছাত্রদল ক্যাম্পাসে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা মিজানুর রহমান খান, নুরুন্নবী, গোলাম রেজা দুলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, রফিকুল ইসলাম চৌধুরী, জেলা যুবদল সভাপতি এম তমাল আহমেদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সল ইসলাম, মৎস্যজীবী দল আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, যুগ্ম আহ্বায়ক এম এ অজেদ।

সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

দেশভাগের পূর্বে ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন তরিকুল ইসলাম। বাবা আবদুল আজিজ ছিলেন একজন ব্যবসায়ী, মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। যশোর জেলা স্কুল থেকে ১৯৬১ সালে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৬৩ সালে মাইকেল মধুসূদন (এমএম) কলেজ থেকে তিনি কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পাস করেন। ১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বি এ এবং ১৯৬৯ সালে এম এ পাস করেন।

চৌগাছা : চৌগাছায় তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা করা হয়। এ দিন এতিমদের খাদ্য ও কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

দুপুরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের জিওলগাড়ী হাফেজী মাদ্রাসায় দোয়া মাহফিল, এতিম ছাত্রদের খাবার ও কোরআন শরিফ বিতরণ করা হয়। এ সময় পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্যসচিব আবু বক্কার সিদ্দিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ শাহজাহান।

বিকেল সাড়ে তিনটায় উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে শহরের বেলা প্রি-ক্যাডেট স্কুলে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনূচ আলী ও এম এ সালাম।

শার্শা : তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নাভারণ হক কমিউনিটি সেন্টারে এই দোয়া ও আলোচনা সভা আয়োজন করা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত