Ajker Patrika

৪ দিন পর ফল ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর জয়

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪: ২০
৪ দিন পর ফল ঘোষণা  স্বতন্ত্র প্রার্থীর জয়

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চার দিন পর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউপির চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফুরকে বিজয়ী ঘোষণা করা হয়।

চার দিন পর ফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

গত ২৮ নভেম্বর যাত্রাপুর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ইউনিয়নের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে বাক্সটি উদ্ধার না হওয়ায় ফলাফল ঘোষণা বন্ধ রাখেন রিটার্নিং কর্মকর্তা। এরপর গত বৃহস্পতিবার ওই ইউপির ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থী আব্দুল গফুর পেয়েছেন ৪ হাজার ২৩৮টি ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫০টি ভোট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজামাল সরকার। তিনি পেয়েছেন ৪ হাজার ১৮৮ ভোট। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন পেয়েছেন ৫২৩ ভোট।

গত ২৮ নভেম্বর ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করেন। এরপর ছিনতাই হওয়া ব্যালট বাক্সটি উদ্ধার না হওয়ায় ফলাফল ঘোষণা বন্ধ রেখেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন পরাজিত নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহজামাল সরকার। তিনি বলেন, ‘এই ফলাফল আমি প্রত্যাখ্যান করলাম।’ যাত্রাপুর ইউপির ১০টি ভোটকেন্দ্রের মধ্যে ৯টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলেও ঝুনকারচর কেন্দ্রের ফলাফল স্থগিত ছিল। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মারফত নির্বাচন কমিশন বরাবর একটি অভিযোগ দায়ের করা আছে। এ অবস্থায় জেলা থেকে কীভাবে ফলাফল প্রদান করা হয়। এটা জনগণের ভোটাধিকারের সঙ্গে প্রতারণা।

রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, যাত্রাপুর ইউপির ১০টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সেই কেন্দ্রের ফলাফল স্থগিত ছিল, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটের চার দিন পর বিলম্বে ফলাফল ঘোষণা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত