Ajker Patrika

মামলা থেকে নাম প্রত্যাহারে স্মারকলিপি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৪: ১৬
মামলা থেকে নাম প্রত্যাহারে স্মারকলিপি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘মিথ্যা’ মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে গণ স্বাক্ষরিত স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী। গতকাল রোববার বিকেলে ঝলইশালশিড়ি ইউনিয়নের দুই শতাধিক বাসিন্দা ও ভুক্তভোগী শিক্ষক হবিবর রহমান উপজেলা পরিষদে এসে স্মারকলিপি দেন।

জানা যায়, গত ২৯ নভেম্বর আজিজার রহমান ও ইউনুস গ্রুপের মধ্যে জমি নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ইউনুস গ্রুপ আজিজার রহমানকে প্রধান আসামি করে বোদা থানায় মামলা করে। এরপর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার বিদ্যালয়ে আসা বন্ধ করেন। গত ১২ ডিসেম্বর আজিজার রহমানের আত্মীয় দবিরুল ইসলাম বাদী হয়ে পঞ্চগড় কোর্টে ফৌজদারি মামলা করেন। সে মামলায় ওই স্কুলের সহকারী শিক্ষক হবিবর রহমান ও তাঁর ছেলে আব্দুল হান্নানকে আসামি করা হয়। আদালত মামলা নিতে বোদা থানাকে নির্দেশ দেন। এ ঘটনায় স্থানীয় জনতা ও ইউনিয়নের বাসিন্দারা প্রতিকার চেয়ে এই স্মারকলিপি দেন।

মামলার আসামি হবিবর রহমান বলেন, ‘ঘটনার দিন আমি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সহকারী শিক্ষকদের সঙ্গে বিদ্যালয়ে ছিলাম। স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন ও আজিজার রহমান আমার নামে মামলা দিয়েছেন।

মামলার বাদী দবিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনার সঙ্গে তাঁরা জড়িত। তাই তাঁদের আসামি করা হয়েছে।’

বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’

বোদা ইউএনও সোলেমান আলী বলেন, ‘এটি আদালতের বিষয়। কোনো নির্দোষ ব্যক্তিকে আসামি করা হলে পুলিশ তদন্ত করে দেখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত