Ajker Patrika

ফজলুল হকের জন্মদিনে কলকাতায় উৎসব

ফজলুল হকের জন্মদিনে কলকাতায় উৎসব

চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হকের জন্মদিন আজ। এ উপলক্ষে কলকাতায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত বাংলা চলচ্চিত্র উৎসব। কলকাতার সল্ট লেকের ইস্টার্ন জোন কালচারাল সেন্টারে ঐকতান মিলনায়তনে ভারত সরকারের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। আয়োজন করেছে ফজলুল হক স্মৃতি সংসদ ও বিধাননগর ফিল্ম সোসাইটি। উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। উৎসবে প্রতিদিন বিকেল ৪টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের প্রথম দিনে দেখানো হবে শীলা দত্ত পরিচালিত ‘কবিগান’ ও অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘মেঘের পরে মেঘ’। ২৭ মে প্রদর্শিত হবে সুবীর মণ্ডল পরিচালিত ‘গ্যালিলিও’, প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ‘বাকিটা ব্যক্তিগত’ এবং মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘লাল সবুজের সুর’। উৎসবের শেষ দিন ২৮ মে দেখানো হবে ঋতম ব্যানার্জি পরিচালিত ‘ব্যান্ড’, অনুমিতা দাশগুপ্ত পরিচালিত ‘বহমান’ এবং গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’।

উল্লেখ্য, ফজলুল হক ছিলেন ‘সিনেমা’ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক। ফজলুল হকের জন্ম ১৯৩০ সালের ২৬ মে। পঞ্চাশের দশকে বগুড়ার শহর থেকে ‘সিনেমা’ নামে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি। সে সময়ের জনপ্রিয় পত্রিকা ছিল ‘সিনেমা’। ফজলুল হকের সহধর্মিণী কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। জ্যেষ্ঠপুত্র ফরিদুর রেজা সাগর শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, ছোট ছেলে ফরহাদুর রেজা প্রবাল বাংলাদেশ টেলিভিশনের একসময়ের জনপ্রিয় উপস্থাপক এবং বড় মেয়ে কেকা ফেরদৌসী বিশিষ্ট রন্ধনবিদ। ফজলুল হকের মৃত্যু হয় ১৯৯০ সালের ২৬ অক্টোবর কলকাতায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত