Ajker Patrika

তৃতীয় ধাপের নির্বাচন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২০: ২৬
তৃতীয় ধাপের নির্বাচন

অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউপিতে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে দুজন সংরক্ষিত নারী ইউপি সদস্য ও ৩ জন সাধারণ ওয়ার্ড ইউপি সদস্য রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজয়ী ৫ প্রার্থী হলেন আমজানখোর ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্য রিক্তা আকতার। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রসনা গতকাল বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। পাড়িয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হোসনেয়ারা বেগম। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোহিনুর বেগম, বানু আক্তার ও মুক্তা বেগম মনোনয়ন প্রত্যাহার করেছেন।

অপরদিকে বিজয়ী ধনতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য চম্পাবতী রানী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এরশাদ আলী, বৃন্দাবন সিংহ মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া বড়পলাশবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য ইউনুস আলী ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য মতিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম, ৭ নম্বর ওয়ার্ডের ফজলে হোসেন, ইসরাইল হক, খালেকুল ইসলাম ও নাসিরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

উপজেলায় গত শুক্রবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়। আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত