Ajker Patrika

ভিটামিন ‘এ’ প্লাস খাবে ৬৬ হাজার শিশু

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ৩০
ভিটামিন ‘এ’ প্লাস খাবে ৬৬ হাজার শিশু

বান্দরবান জেলায় চার দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ শনিবার শুরু হচ্ছে। যা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।

কর্মসূচির আওতায় জেলায় এবার মোট ৬৬ হাজার ৬১৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাসের ৮ হাজার ৯২৬ শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৫৭ হাজার ৩৮৭ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার ৯৬টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা খাওয়ানো হবে বলে নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

ডা. অংসুই প্রু মারমা বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ৮টি নির্ধারিত কেন্দ্র, ৭৪৮টি সাময়িক কেন্দ্র এবং আরও ৭৫টি অতিরিক্ত এলাকাসহ মোট ৮৩১টি স্থান নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমে ১০৯ জন স্বাস্থ্য সহকারী, ৯৮ জন পরিবার পরিকল্পনা সহকারী এবং ৬২১ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এ জন্য ৯০ জন সুপারভাইজারের দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন আরও জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গত জুন মাসে প্রথম ডোজে সফলতার হার ৯৮ শতাংশ। তিনি বলেন, তাঁদের শতভাগ সাফল্যের লক্ষ্য থাকলেও জেলার বহু দুর্গম এলাকায় এ কার্যক্রম বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তবে এবার ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের কার্যক্রম শতভাগ সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত