Ajker Patrika

দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নিহত ১

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬: ১৫
দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নিহত ১

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে স্থানীয় এক বাসিন্দা নিহত হয়েছেন। এ ছাড়া এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম থোয়াইনু মারমা (৪২)। তিনি ওই পাড়ার নজিরা মারমার ছেলে। আহত নারীর নাম ক্রাচিং প্রু মারমা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে তারাছা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উথোয়াই মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় তালুকদার পাড়ায় থোয়াইনু তাঁর ছোট ভাইয়ের ঘরে বসে ভাত খাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা ওই ঘরে এসে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই থোয়াইনু মারা যায়। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে ক্রাচিং প্রু মারমা নামের এক নারী আহত হয়েছেন। স্থানীয় লোকজনের কাছ থেকে এ তথ্য আমি জেনেছি। তবে আহত নারীর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারিনি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতের এ ঘটনার পর পাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। লোকজন আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তবে ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার গণমাধ্যমকর্মীদের কাছে হতাহতের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে এ হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত