নাজমুল হাসান সাগর, ঢাকা
প্রকৃতিতে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। পুরোদমে না হলেও ধীরে ধীরে ধরা পড়ছে তার নানা চিহ্ন। ইট-সিমেন্টের ঢাকায় যে কয়েকটা জায়গায় বসন্তের ছাপ আগেভাগে গায়ে লাগে, তার অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বিশ্ববিদ্যালয় এলাকায় ছুটির দিনে এমনিতে ভিড় থাকে। বইমেলা ও ছুটির দিন থাকায় গতকাল সকাল থেকে হাজার হাজার মানুষের আগমনে উচ্ছল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকার বইমেলা প্রাঙ্গণ।
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এবারের বইমেলায় গতকাল ছিল প্রথম সাপ্তাহিক ছুটির দিন। অন্য দিন বেলা দুইটা থেকে শুরু হলেও ছুটির দিন হওয়ায় গতকাল তা শুরু হয়েছে বেলা ১১টায়। সকাল থেকে মেলায় লোকসমাগম শুরু হয়। বেলা গড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বিকেলের দিকে রীতিমতো ভিড় শুরু হয়।
তরুণ-তরুণীদের সংখ্যাধিক্য থাকলেও বয়স্ক ও কচিকাঁচাদের আগমনও ছিল নজর কাড়ার মতো। সজ্জিত হয়ে এসেছেন সবাই। তরুণীরা পরেছেন রংবেরঙের শাড়ি, খোঁপায় ফুল। পিতা-মাতার সঙ্গে আসা বাচ্চাদের পরনে উজ্জ্বল পোশাক। কেউ কেউ পরেছেন ভাষা ‘অ আ ক খ’ বর্ণমালাখচিত জামা।
ছুটির দিনে মেলায় এসেছিলেন ফাওজিয়া ফারহাদ অনীকা। তিনি জানান, লোকসমাগম দেখে করোনা-পূর্ববর্তী সময়ের কথা মনে পড়ছে। প্রাণ পাচ্ছে মেলা।
অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। তাতে কী, ভালো লাগছে, এই তো বেশ।
বইমেলা উদ্যাপনের জন্য কিছু স্বাস্থ্যবিধি নির্ধারণ করে দেওয়া হয়েছিল। জনসমাগমের জোয়ারে তা ভেসে গেছে। প্রবেশপথগুলোয় হুড়োহুড়ি আর গাদাগাদি থাকায় উপেক্ষিত হয়েছে শারীরিক দূরত্ব। ঠিকমতো মাপা যায়নি তাপমাত্রা।
মেলায় বসা খাবারের দোকানে করোনা টিকার সনদ দেখে খাবার বিক্রি করার নিয়ম থাকলেও কোনো দোকানেই তা মানতে দেখা যায়নি। এমনকি বাংলা একাডেমির ক্যানটিনেই টিকা সনদ দেখে খাবার বিক্রি করতে দেখা যায়নি।
স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে স্বীকার করছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। স্বাস্থ্যবিধি না মানায় গতকাল আরও চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ছুটির দিন হওয়ায় বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগামী প্রকাশনীর কর্ণধার। ক্রমে মেলা জমে উঠবে এবং বিক্রিও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি। কথাপ্রকাশ, বিদ্যাপ্রকাশ ও অবসর প্রকাশনীর স্টল এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রকাশকদের সঙ্গে আলাপ করেও একই ধরনের মত পাওয়া গেছে।
প্রকৃতিতে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। পুরোদমে না হলেও ধীরে ধীরে ধরা পড়ছে তার নানা চিহ্ন। ইট-সিমেন্টের ঢাকায় যে কয়েকটা জায়গায় বসন্তের ছাপ আগেভাগে গায়ে লাগে, তার অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বিশ্ববিদ্যালয় এলাকায় ছুটির দিনে এমনিতে ভিড় থাকে। বইমেলা ও ছুটির দিন থাকায় গতকাল সকাল থেকে হাজার হাজার মানুষের আগমনে উচ্ছল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকার বইমেলা প্রাঙ্গণ।
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এবারের বইমেলায় গতকাল ছিল প্রথম সাপ্তাহিক ছুটির দিন। অন্য দিন বেলা দুইটা থেকে শুরু হলেও ছুটির দিন হওয়ায় গতকাল তা শুরু হয়েছে বেলা ১১টায়। সকাল থেকে মেলায় লোকসমাগম শুরু হয়। বেলা গড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বিকেলের দিকে রীতিমতো ভিড় শুরু হয়।
তরুণ-তরুণীদের সংখ্যাধিক্য থাকলেও বয়স্ক ও কচিকাঁচাদের আগমনও ছিল নজর কাড়ার মতো। সজ্জিত হয়ে এসেছেন সবাই। তরুণীরা পরেছেন রংবেরঙের শাড়ি, খোঁপায় ফুল। পিতা-মাতার সঙ্গে আসা বাচ্চাদের পরনে উজ্জ্বল পোশাক। কেউ কেউ পরেছেন ভাষা ‘অ আ ক খ’ বর্ণমালাখচিত জামা।
ছুটির দিনে মেলায় এসেছিলেন ফাওজিয়া ফারহাদ অনীকা। তিনি জানান, লোকসমাগম দেখে করোনা-পূর্ববর্তী সময়ের কথা মনে পড়ছে। প্রাণ পাচ্ছে মেলা।
অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। তাতে কী, ভালো লাগছে, এই তো বেশ।
বইমেলা উদ্যাপনের জন্য কিছু স্বাস্থ্যবিধি নির্ধারণ করে দেওয়া হয়েছিল। জনসমাগমের জোয়ারে তা ভেসে গেছে। প্রবেশপথগুলোয় হুড়োহুড়ি আর গাদাগাদি থাকায় উপেক্ষিত হয়েছে শারীরিক দূরত্ব। ঠিকমতো মাপা যায়নি তাপমাত্রা।
মেলায় বসা খাবারের দোকানে করোনা টিকার সনদ দেখে খাবার বিক্রি করার নিয়ম থাকলেও কোনো দোকানেই তা মানতে দেখা যায়নি। এমনকি বাংলা একাডেমির ক্যানটিনেই টিকা সনদ দেখে খাবার বিক্রি করতে দেখা যায়নি।
স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে স্বীকার করছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। স্বাস্থ্যবিধি না মানায় গতকাল আরও চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ছুটির দিন হওয়ায় বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগামী প্রকাশনীর কর্ণধার। ক্রমে মেলা জমে উঠবে এবং বিক্রিও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি। কথাপ্রকাশ, বিদ্যাপ্রকাশ ও অবসর প্রকাশনীর স্টল এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রকাশকদের সঙ্গে আলাপ করেও একই ধরনের মত পাওয়া গেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪