Ajker Patrika

‘পাহাড়ে চিকিৎসাসেবায় সেনাবাহিনীর অবদান অতুলনীয়’

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৪
‘পাহাড়ে চিকিৎসাসেবায় সেনাবাহিনীর অবদান অতুলনীয়’

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবানের স্বাস্থ্যসেবা পরিস্থিতি সার্বিক বিবেচনায় অনেক ভালো। বিশেষ করে করোনাকালে বান্দরবানে স্বাস্থ্যসেবার কারণে এ জেলা করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে। এ জন্য বান্দরবানের স্বাস্থ্য খাতের সবার আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠা প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। আর এ কার্যক্রমে সেনাবাহিনীও বলিষ্ঠ অবদান রেখেছে। সেনাবাহিনী দুর্গম এলাকাগুলোতে সাধারণ মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা নিয়মিত দিচ্ছে।

বান্দরবানে সেনাবাহিনীর ৫০ শয্যার এমডিএস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে গত রোববার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে বান্দরবান সদরের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স মাঠে এ অনুষ্ঠান হয়। নবনির্মিত এই হাসপাতালটিতে আইসিইউ, ভেন্টিলেটর, অপারেশন থিয়েটারসহ আধুনিক সব চিকিৎসা সুবিধা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে বীর বাহাদুর আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তিশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও রোগে আক্রান্তদের চিকিৎসাসেবা দানে সেনাবাহিনীর অবদান অতুলনীয়। বান্দরবানে নবনির্মিত হাসপাতালে সামরিক বেসামরিক ব্যক্তিদের পাশাপাশি দুর্গম এলাকার জনগোষ্ঠীর চিকিৎসাসেবার সুযোগ পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সদর জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফি, নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ মঈনুল হক, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ আনোয়ারুল হক, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ মিয়া উপস্থিত ছিলেন।

বক্তব্যে রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেন, সেনাবাহিনী পার্বত্য এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি গরিব ও অসহায়দের চিকিৎসাসেবা দিয়ে আসছে। দুর্গম এলাকাগুলোতে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে হেলিকপ্টারের মাধ্যমেও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাহাড়ে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, নতুন হাসপাতালটি চিকিৎসাসেবায় আরও এক ধাপ এগিয়ে গেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত