Ajker Patrika

শ্যামনগর ইউপিতে মামা-ভাগনের লড়াই

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫৮
শ্যামনগর ইউপিতে মামা-ভাগনের লড়াই

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে শ্যামনগর উপজেলা সদরে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। তাদের মধ্য দুজন হলেন সম্পর্কে মামা-ভাগনে। বিষয়টি এলাকায় এখন আলোচনার খোরাকে পরিণত হয়েছে।

তাঁরা হলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা ও তার বড় মামা উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক প্রাক্তন চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু।

জানা গেছে, উপজেলা বিএনপির কমিটি নিয়ে ভিন্ন দুই গ্রুপের নেতৃত্বে থাকার জেরে উভয়েই মূলত পরস্পরের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে উপজেলার তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে জন্য ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার ১ নম্বর ভুরুলিয়াতে ৬ জন লড়াইয়ে নামলেও ঈশ্বরীপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৩ জন। এ ছাড়া শ্যামনগর সদরের ৫ জন।

এসব ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ৪৮ ও সাধারণ সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে ১৪৩ জন।

উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর। আগামী ৫ জানুয়ারি শ্যামনগর সদরসহ উপজেলা এ ৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য শ্যামনগর উপজেলার অবশিষ্ট ৯ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভুরলিয়া ইউনিয়নে অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু নৌকার প্রার্থী হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা আজিজুল হকসহ জামায়াত নেতা বর্তমান চেয়ারম্যান মো. ফারুক হোসাইন স্বতন্ত্রভাবে লড়ছেন। একইভাবে উপজেলায় বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নুল আবেদীন ও মোখলেছুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে জিএম শোকর আলী, জিএম সাদেকুর রহমান সাদেম ও আবু বক্কার সিদ্দিক স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন।

একইভাবে শ্যামনগর সদরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, আব্দুস সাত্তা ও, জাতীয় পার্টির অমেলা রানি মণ্ডল স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত