Ajker Patrika

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১১: ১৩
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

একাধিক অভিযোগের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, ট্রলার ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সাভার থানার আমিনবাজার বড়দেশী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন ভোলা জেলার রাসেল মিয়া (২৩), আইয়ুব আলী (২৩), ব্রাহ্মণবাড়িয়ার সুমন মিয়া (২৭), পাবনার আবু হানিফ মিয়া (৪০), বরিশালের সুমন (৩৫)।

এ সময় তাঁদের কাছ থেকে একটি পাইপগান, দুটি দেশীয় পাইপগান, এক রাউন্ড শটগানের কার্তুজ, দুটি রামদা, তিনটি চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জাম, একটি কাঁচি, একটি লোহার পাইপ, চারটি লোহার রড এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে হয়ে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে ডাকাতির কথা স্বীকার করেছেন।

র‍্যাব-৪ এর অপারেশন অফিসার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, সাভার এলাকায় সাধারণ মানুষদের জীবননাশের হুমকি প্রদান, ডাকাতির চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। একাধিক ব্যক্তির কাছ থেকে ট্রলার ছিনতাইসহ হত্যার হুমকি ও ডাকাতির অভিযোগ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত