Ajker Patrika

‘১০ লাখ টাকা না দিলে তোকে জানে মেরে ফেলব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৩
‘১০ লাখ টাকা না দিলে তোকে জানে মেরে ফেলব’

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাস্তা থেকে লুৎফর রহমান নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে একটি চক্র। পরে তাঁকে উপর্যুপরি মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার ভিডিও ধারণ করে পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। গত ২৫ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাঁকে অপহরণ করা হয়। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে উত্তরা থেকে ওই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন সরদার, আহমেদুল কবির খান কাজল, মোসলেম উদ্দিন বাপ্পি, মোহাম্মদ আসলাম ও রশিদ চাকলাদার। তাঁদের কাছ থেকে ২টি ডিবি জ্যাকেট, ২টি খেলনা পিস্তল, ১টি হ্যান্ডকাফ, ১১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেট কার ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

ভুক্তভোগী লুৎফর রহমানের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাড়া থেকে ব্যবসা করতেন।

গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় রূপগঞ্জ থেকে লুৎফর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেন। গাড়িতে ওঠানোর পর তাঁর চোখ-মুখ বেঁধে ফেলা হয়। এ সময় তাঁর কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেন। অজ্ঞাত স্থানে নিয়ে লুৎফরকে বলা হয় ‘তোকে মুন্সিগঞ্জ বিলে ফাঁকা জায়গায় নিয়ে এসেছি, আমাদের ১০ লাখ টাকা না দিলে তোকে জানে মেরে ফেলব।’

আব্দুল্লাহ আল মোমেন আরও বলেন, জিম্মি ব্যবসায়ী লুৎফরকে পরে গ্রেপ্তারকৃত মোসলেম উদ্দিন বাপ্পির বাসায় নিয়ে নির্যাতন ও বৈদ্যুতিক শক দেওয়া হয়। ওই ভিডিও পরিবারের কাছে পাঠালে পরিবারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয়। প্রতিশ্রুতি অনুযায়ী ভুক্তভোগীর ছেলে বিকাশ ও নগদের মোবাইল ব্যাংকিং ব্যবহার করে এক লাখ টাকা পাঠায়। পরে আরও টাকার জন্য পুনরায় চোখ-মুখ বেঁধে নির্যাতন করে সেই ভিডিও পরিবারকে পাঠানো হয়। মুক্তিপণ দেওয়া না হলে লুৎফরকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি র‍্যাব-১-কে বিষয়টি জানায়। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে উত্তরা থেকে অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত ওই পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত