Ajker Patrika

ঈশ্বরদীতে আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ৪১
ঈশ্বরদীতে আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার সাহাপুর ইউপির মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নৌকার প্রার্থী আকাল সরদারের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেনের সমর্থকেরা তাঁর কার্যালয়ে আগুন দিয়েছেন।

আগুনে ওই নির্বাচনী কার্যালয়ের ভেতরে রাখা প্রার্থীর শতাধিক নির্বাচনী পোস্টার, ডেকোরেটরের ঘেরা পর্দাসহ কিছু ছবি ও কাগজ পুড়ে গেছে। প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে সাহাপুরে ইউনিয়নে নৌকার সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন পরিচালনার জন্য সাহাপুরের মহাদেবপুরে তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলীর বাড়ির পাশে নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় করা হয়। দলের সমর্থকেরা জানান, রোববার রাতে আকাল সরদার ভোটের প্রচারণা শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাড়ি ফিরে যান। গভীর রাতে তাঁরা খবর পান মহাদেবপুরে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

ঘটনা সম্পর্কে নৌকার প্রার্থী আকাল সরদার অভিযোগ করেন, নির্বাচনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেন বাবুর সমর্থকেরা রাতে তাঁর নির্বাচনের কর্মী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপুকে হুমকি দেয়। পরে তাঁরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এ কার্যালয়ে আগুন দিয়ে চলে যান। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।

নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা বলেন, ‘রাত দেড়টার দিকে বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেন বাবুর সমর্থকেরা মোটরসাইকেলের বহর যাওয়ার সময় তাঁরা এ অগ্নিকাণ্ড ঘটায়। ওই রাতেই আমরা ঘটনাস্থলে যাই ও সেখানে পেট্রলসহ বোতল দেখতে পাই।’ তিনি আরও বলেন, ভোটে নৌকা মার্কার প্রার্থীকে হারানোর জন্য ভয়ভীতি ও ষড়যন্ত্র করা হচ্ছে।

জানতে চাইলে এমলাক হোসেন বাবু বলেন, নৌকার প্রার্থী আকাল সরদার ভোটের মাঠে হয়রানি ও হেয় করার জন্য এসব ষড়যন্ত্র করছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তিনি খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠান। ঘটনাস্থলে গিয়ে কিছুর পোস্টার ও কাপড় পোড়ার নমুনা পেয়েছেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত