Ajker Patrika

৪৫ স্কুলে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৩: ৫৭
৪৫ স্কুলে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে ৪৫টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক বই- অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা এবং পানি বিশুদ্ধকরণ ফিল্টার বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহনের সভাপতিত্বে ও শাকিলা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম, পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন দরিতালুক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল, বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরোধ লাল বৈধ্য প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত