Ajker Patrika

‘লুকিয়ে থাকা সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে হবে’

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩: ০৬
‘লুকিয়ে থাকা সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে হবে’

বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা ও হত্যা এবং রাজনৈতিক অশান্তি-অস্থিতিশীলতা-সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মাগুরা জেলা শাখা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার মাগুরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে জেলা জাসদের নেতৃবৃন্দ ও কর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে নেতারা বলেন, সংখ্যালঘুদের ওপর সুপরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। প্রশাসন কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। সারা দেশকে অস্থিতিশীল করতে যে গোষ্ঠী বা চক্র এই হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একটি স্বাধীন দেশে শান্তি-সম্প্রীতি যেভাবে কলঙ্কিত করা হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়। সবাইকে সম্মিলিতভাবে একাত্তরের মতো এই দুঃসময় প্রতিরোধে এগিয়ে আসতে হবে। লুকিয়ে থাকা সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে হবে।

মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলটির সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সহসভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার বিশ্বাস, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রাজ্জাক রাজা, সদস্য হাসেম মোল্লা, জাতীয় নারী জোটের আহ্বায়ক অ্যাডভোকেট আমেনা খাতুন লাবণী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত