Ajker Patrika

ট্রেনের বগির শৌচাগারে বীর মুক্তিযোদ্ধার লাশ

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৮: ৩০
ট্রেনের বগির শৌচাগারে বীর মুক্তিযোদ্ধার লাশ

পঞ্চগড়ে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি থেকে আব্দুল আজিজ শেখ (৭৪) নামে এক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ট্রেনের বগির শৌচাগার থেকে এ লাশ উদ্ধার করে সদর থানা-পুলিশ। আব্দুল আজিজ শেখ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, গত সোমবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে করে দিনাজপুরের ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন আব্দুল আজিজ শেখ। মঙ্গলবার সকালে ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। একপর্যায়ে রেল পুলিশ ট্রেনের বগির শৌচাগারে লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি সদর থানায় জানায়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে বিজিবির সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠায়। রেল পুলিশের ধারণা, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে রাশেদ শেখ মিঠু মোবাইলে জানান, তাঁর বাবা সর্বশেষ দিনাজপুরের ফুলবাড়ীতে চাকরি করতেন। সেখান থেকে অবসরভাতা তোলেন তিনি। এ জন্য প্রায় সময় ঝিনাইদহের শৈলকুপা থেকে ফুলবাড়ী আসতেন তিনি। সোমবার ট্রেনযোগে সেখানেই যাচ্ছিলেন।

দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, আব্দুল আজিজের সঙ্গে থাকা ভোটার আইডি কার্ড দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ট্রেন থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত