Ajker Patrika

নারী ও মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ২৭
নারী ও মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান

কিশোরী, নারী ও মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুর্গম এলাকায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। গতকাল রোববার সকালে রাঙামাটি জেলা পরিষদের হলরুমে পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থার চলমান প্রকল্পে অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় এমন কথা বলেন অংসুই প্রু চৌধুরী।

অংসুই প্রু চৌধুরী বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে দুর্গম এলাকায় কাজ করলে মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। এ জন্য রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হবে। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করা হলে এগুলো শুধু শহরকেন্দ্রিক হলে হবে না। দেখা যায়, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শহরকেন্দ্রিক কাজ করে থাকে। এ কাজ হলে চলবে না। দুর্গম এলাকাগুলো চিহ্নিত করে সেখানে কাজ করতে হবে। প্রকল্পে জনবল নিয়োগ করা হলে স্থানীয়দের বেশি গুরুত্ব দিতে হবে। তা করা না হলে প্রকল্পের সফলতা আসবে না।

নারী প্রগতি সংঘের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডা. নিতিশ চাকমা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আনোয়ার উল আজিম, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রূপনা চাকমা।

বক্তব্য রাখেন টংগ্যার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডাক্তার পরশ খীসা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, ওয়াগ্গা ইউনিয়নের চেয়ারম্যান চিরঞ্জীব তঞ্চঙ্গ্যা, নারী কার্বারি সান্তনা চাকমা, প্রগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, উইভের নির্বাহী পরিচালক নাইউপ্রু মারমা মেরি, হিল ফ্লাওয়ার সংস্থার আওয়ার লাইফ আওয়ার হেলথ আওয়ার ফিউচার প্রকল্পের সমন্বয়ক প্রীতি রঞ্জন তঞ্চঙ্গ্যা। সভার শুরুতে নারীর মাসিক ও প্রজনন স্বাস্থ্যের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা। বাংলাদেশ নারী প্রগতি সংঘ, প্রগ্রেসিভ, উইভ, হিল ফ্লাওয়ার, টংগ্যা এ সভার আয়োজন করে। আলোচনা সভা শুরুর আগে অতিথিদের স্টল প্রদর্শনীর মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত