Ajker Patrika

করোনার টিকা পেলেন হাজতি ও কয়েদিরা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০: ৪৯
করোনার টিকা পেলেন হাজতি ও কয়েদিরা

গাজীপুরের কাশিমপুর কারাগারের সহস্রাধিক হাজতি ও কয়েদিকে করোনা টিকা দেওয়া হয়েছে। গতকাল সোমবার প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ টিকা দেওয়া হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, কারা হাসপাতালের চিকিৎসক (সহকারী সার্জন) সাদিয়া আফরিন তুলি প্রমুখ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম বলেন, সোমবার প্রথমবারের মতো কারাগারে কয়েদি ও হাজতিদের টিকা দেওয়া শুরু করা হয়েছে। এই কারাগারে ২ হাজার ৯০০ কয়েদি ও হাজতি রয়েছেন। তাঁদের মধ্যে সোমবার ৬০০ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, এই কারাগারে ১ হাজার ৫০০ জন কয়েদি ও হাজতি রয়েছেন। সোমবার ৪৬০ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, এর আগে গত রোববার গাজীপুর জেলা কারাগারে ২ হাজার ২৩২ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। সরকার সব নাগরিককে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার যে কর্মসূচি বাস্তবায়ন করছে, তাঁর অংশ হিসেবে কারাগারে বন্দী সবাইকে টিকা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত