Ajker Patrika

সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

চারঘাট প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০: ৫৮
সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

চারঘাটের ছয়টি ইউনিয়নের ৬০টি ভোটকেন্দ্রের সব কটিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। চারঘাট মডেল থানা থেকে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে চারঘাট উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার এক লাখ ৪০ হাজার ১১৭ জন। তাঁর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৫৩৪ জন ও নারী ভোটার ৬৯ হাজার ৫৮৩ জন। মোট ৬০টি কেন্দ্রে ৪১৩টি বুথে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ২৬ ডিসেম্বর এই ছয় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ২৩ জন চেয়ারম্যান, ২২৩ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। তবে এরই মধ্যে প্রার্থীরা একে অপরের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে পোস্টার ছিঁড়ে ফেলা, হামলা ও ভোটারদের ভয়ভীতি দেখানোসহ নানা অভিযোগ করেছেন নির্বাচন অফিসে। ইতি মধ্যে কয়েক স্থানে প্রার্থীদের নির্বাচনী অফিস পুড়িয়ে ফেলাসহ প্রার্থীরা সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতার অভিযোগ আসছে। এ নিয়ে দলীয়, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ করছেন। ভোটাররা সহিংসতার আশঙ্কা করছেন। ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে রয়েছে তাঁদের শঙ্কা।

সরদহ ইউনিয়নের ঝিকরা এলাকার ভোটার পারভেজ মাহমুদ বলেন, ‘প্রচার শুরুর পর থেকেই আমাদের দুই চেয়ারম্যান প্রার্থী আচরণবিধি ভেঙে প্রচারণায় মুখোমুখি অবস্থানে চলে গেছেন। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছি আমরা। ইউনিয়নের সবগুলো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ দেখানো হয়েছে। এ অবস্থায় বাড়তি নিরাপত্তা না থাকলে আমরা ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে সংশয়ে রয়েছি।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র উপজেলা সভাপতি মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রচারণার শুরু থেকেই প্রার্থীরা বেপরোয়া। কেউ আচরণবিধির তোয়াক্কা করছেন না। প্রশাসন সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ দেখিয়েছে। কাজেই ভোটের দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে এখন থেকে প্রশাসনকে বাড়তি নজর দিতে হবে।’

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৬০টি কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। ভোটের দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আগাম প্রতিবেদন জমা দিয়েছি। সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পূর্ণ করতে আমরা সার্বক্ষণিক মাঠে থেকে কাজ করছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘পুলিশ প্রশাসন সবগুলো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করেছে। এ জন্য সব কেন্দ্রেই বাড়তি নজরদারি থাকবে। ইতি মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। তা ছাড়া প্রতিটি নির্বাচনী এলাকা পর্যবেক্ষণে র‍্যাব ও পুলিশের বিশেষ স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের জোরদার টহল থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত