উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরে শোলক ইউনিয়নের ধামুড়া ডিগ্রি কলেজের সামনে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে এক আইনজীবী এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার দেখা যায়, ধামুড়া ডিগ্রি কলেজের সামনে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা সম্পত্তি নিজেদের দাবি করে দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু ও তাঁর ভাই আনিসুর রহমান নান্টু মিঞা।
পানি উন্নয়ন বোর্ডের অফিস সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে এরশাদ সরকারের শাসন আমলে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়নে ধামুড়া মৌজার ২৫-৩০ একর সম্পত্তি অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। দুই বছর পরে ১৯৮৮ সালে ওই জায়গায় মাটি ভরাট করে বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এরপরই এই অঞ্চলের মানুষ এর সুফল ভোগ করে আসছে। সেই সম্পত্তির ২০ শতাংশের ওপর গড়ে উঠেছে বহুতল ভবন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মঞ্জু মিঞা ও তার ভাই নান্টু মিঞা প্রভাব খাঁটিয়ে ভবন নির্মাণ করার ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার জানিয়েছেন। কিন্তু তাঁরা ঘটনাস্থলে এসে পদক্ষেপ নেননি। এভাবে দখল করলে একপর্যায়ে সরকারের সব সম্পত্তি ভোগ দখলে চলে যাবে অসাধু ব্যক্তিদের হাতে।
এ ব্যাপারে আনিসুর রহমান নান্টু মিঞা বলেন, ‘যে জমি অধিগ্রহণ করেছে সেটা আমাদের পৈত্রিক সম্পত্তি। লিজ নেওয়ার জন্য আবেদন করেছি। তাই ভবন নির্মাণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমি হলে তারা আমাকে কোনো নোটিশ করেনি। তাদের বলেন নোটিশ করতে। যদি তাদের জমি প্রয়োজন হয় তাহলে ছেড়ে দেব সমস্যা নাই। ভবনের কিছু অংশ পানি উন্নয়ন বোর্ডের জমির ভেতর আছে। যেটুকু আছে সেই জমিটুকু লিজ নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।’ পানি উন্নয়ন বোর্ড লিজ দিলেও সেখানে বহুতল ভবন করতে পারবেন কিনা জানতে চাইলে কৌশলে ফোন কেটে দেন।
পানি উন্নয়ন বোর্ডের আরও খালেক বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা সম্পত্তিতে কেউ ভবন করতে পারবেন না। কেউ যদি প্রভাব খাঁটিয়ে করার চেষ্টা করেন তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস বলেন, ‘যত বড় ক্ষমতাশীল হোক কারোর এখতিয়ার নেই পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণ করার। কেউ যদি প্রভাব খাঁটিয়ে জমি দখল করে ভবন নির্মাণ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই-একদিনের ভেতর ঘটনাস্থলে আমাদের অফিস থেকে রেভিনিউ কর্মকর্তাসহ যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁরা যাবেন।’
বরিশালের উজিরপুরে শোলক ইউনিয়নের ধামুড়া ডিগ্রি কলেজের সামনে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে এক আইনজীবী এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার দেখা যায়, ধামুড়া ডিগ্রি কলেজের সামনে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা সম্পত্তি নিজেদের দাবি করে দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু ও তাঁর ভাই আনিসুর রহমান নান্টু মিঞা।
পানি উন্নয়ন বোর্ডের অফিস সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে এরশাদ সরকারের শাসন আমলে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়নে ধামুড়া মৌজার ২৫-৩০ একর সম্পত্তি অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। দুই বছর পরে ১৯৮৮ সালে ওই জায়গায় মাটি ভরাট করে বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এরপরই এই অঞ্চলের মানুষ এর সুফল ভোগ করে আসছে। সেই সম্পত্তির ২০ শতাংশের ওপর গড়ে উঠেছে বহুতল ভবন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মঞ্জু মিঞা ও তার ভাই নান্টু মিঞা প্রভাব খাঁটিয়ে ভবন নির্মাণ করার ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার জানিয়েছেন। কিন্তু তাঁরা ঘটনাস্থলে এসে পদক্ষেপ নেননি। এভাবে দখল করলে একপর্যায়ে সরকারের সব সম্পত্তি ভোগ দখলে চলে যাবে অসাধু ব্যক্তিদের হাতে।
এ ব্যাপারে আনিসুর রহমান নান্টু মিঞা বলেন, ‘যে জমি অধিগ্রহণ করেছে সেটা আমাদের পৈত্রিক সম্পত্তি। লিজ নেওয়ার জন্য আবেদন করেছি। তাই ভবন নির্মাণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমি হলে তারা আমাকে কোনো নোটিশ করেনি। তাদের বলেন নোটিশ করতে। যদি তাদের জমি প্রয়োজন হয় তাহলে ছেড়ে দেব সমস্যা নাই। ভবনের কিছু অংশ পানি উন্নয়ন বোর্ডের জমির ভেতর আছে। যেটুকু আছে সেই জমিটুকু লিজ নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।’ পানি উন্নয়ন বোর্ড লিজ দিলেও সেখানে বহুতল ভবন করতে পারবেন কিনা জানতে চাইলে কৌশলে ফোন কেটে দেন।
পানি উন্নয়ন বোর্ডের আরও খালেক বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা সম্পত্তিতে কেউ ভবন করতে পারবেন না। কেউ যদি প্রভাব খাঁটিয়ে করার চেষ্টা করেন তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস বলেন, ‘যত বড় ক্ষমতাশীল হোক কারোর এখতিয়ার নেই পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণ করার। কেউ যদি প্রভাব খাঁটিয়ে জমি দখল করে ভবন নির্মাণ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই-একদিনের ভেতর ঘটনাস্থলে আমাদের অফিস থেকে রেভিনিউ কর্মকর্তাসহ যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁরা যাবেন।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪