Ajker Patrika

দায় স্বীকার করে তিন আসামির জবানবন্দি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭: ০৮
দায় স্বীকার করে তিন  আসামির জবানবন্দি

চট্টগ্রামের রাউজানে আমেনা বেগম প্রকাশ শারমিন হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গত মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তাঁরা। আদালতে আমেনাকে হত্যার কথা স্বীকার তাঁরা জানান, পরিকল্পিতভাবে কক্সবাজার থেকে কৌশলে রাউজানে এনে গলা টিপে এবং ওড়না দিয়ে পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়।

আদালতে হত্যাকাণ্ডের ঘটনায় ১ নম্বর আসামি নুরুল ইসলাম প্রকাশ বাদশার জবানবন্দিতে বলেন, হত্যাকাণ্ড ঘটাতে তাঁকে সাহস এবং সহযোগিতা করেছেন মামলার ২ নম্বর আসামি আকতার হোসেন (৩৫) এবং ৩ নম্বর আসামি মেহেরাজ প্রকাশ মিরাজ (২৩)। এঁদের মধ্যে আকতার বাদশার বোনের দেবর। তিনি লালখান বাজারে থাকেন। আর মিরাজ রাউজানের জিয়াবাজার এলাকায় থাকেন। তাঁর বাড়ি নোয়াখালীর হাতিয়া বাজারে।

জবানবন্দিতে তিনজন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামে আনার পর পরিকল্পনা অনুযায়ী গত ১৯ নভেম্বর শারমিনকে কাপ্তাইয়ের বিভিন্ন স্পটে বেড়াতে বের হন। এভাবে ঘুরে বেড়ানোর ফাঁকে তাঁরা শারমিনকে হত্যার সুযোগ খুঁজতে থাকেন। এরপর কাপ্তাই রোড ধরে চট্টগ্রাম শহরের দিকে আসার পথে রাউজানের পাহাড়তলি এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত নুরুল ইসলাম ও আকতার শারমিনকে গাড়ির ভেতরেই প্রথমে গলা চেপে ধরেন।

পরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। এরপর পূর্বগুজরা ইউনিয়নের সিকদার ঘাটা সংলগ্ন স্থানে লাশ ফেলে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে তিন আসামি হত্যার দায় স্বীকার করেছেন। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। আমরা আরও বিস্তারিত জানার জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন করব।’

রাউজানে গত ২০ নভেম্বর আমেনার লাশ উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত