বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর উন্নয়নের কার্যক্রমে ধীরগতির কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি-রফতানি বাণিজ্য। বন্দরে জায়গাসংকটের কারণে চাহিদার অর্ধেক পণ্য আমদানি হওয়ায় কমেছে সরকারের রাজস্ব আয়। ব্যবসায়ীরা বলছেন, চাহিদামতো অবকাঠামো উন্নয়ন না হওয়ায় বন্দরটিতে পণ্য খালাসে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে সড়কপথের পাশাপাশি রেলপথে বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় এ সমস্যা আরও বেড়েছে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বেনাপোল বন্দরে পণ্যের ধারণক্ষমতা মাত্র ৪৫ হাজার মেট্রিক টন। বর্তমানে বন্দরটিতে দেড় লাখ মেট্রিক টনের বেশি পণ্য রয়েছে। পণ্যাগারে জায়গার অভাবে দিনের পর দিন ট্রাক দাঁড়িয়ে থেকে পণ্য নামাতে হচ্ছে খোলা আকাশের নিচে। রোদ, বৃষ্টি আর কাদার মধ্যে পণ্যের মান নষ্ট হচ্ছে। যানবাহন চলাচলের রাস্তা বেহাল হওয়ায় পণ্য খালাসে ভোগান্তি বেড়ে চলেছে। বন্দরে জায়গাসংকটে আমদানির পরিমাণ নেমে এসেছে অর্ধেকে। এতে ১০ বছর ধরে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকারের রাজস্ব আয়ে ঘাটতি হচ্ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, প্রতিবছর বেনাপোল বন্দর থেকে সরকারকে প্রায় ৬০০ কোটি টাকা রাজস্ব দেওয়া হচ্ছে। তবে এ পর্যন্ত প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় নানান দুর্ভোগের মধ্যে বাণিজ্য সম্পাদন করতে হচ্ছে। বিভিন্ন বৈঠকে বারবার অভিযোগ জানানো হলেও তেমন কাজ হচ্ছে না। চাহিদামতো বন্দর উন্নয়ন হলে আমদানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারের রাজস্ব আয়ও দ্বিগুণ বাড়বে।
ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির পরিচালক মতিয়ার রহমান বলেন, দেশে সরকার অনুমোদিত ২৪টি স্থলবন্দর রয়েছে। এর মধ্যে সচল রয়েছে ১২টি। সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে। বাণিজ্য সম্প্রসারণে বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বেনাপোল বন্দরের বাইপাস সড়কে চাহিদামতো জায়গা অধিগ্রহণ করে যদি বেসরকারি খাতে ওয়্যারহাউস সিস্টেম চালু করা যায়, তবে চলমান সংকট থেকে অনেকটা মুক্তি মিলবে।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, প্রতিদিন ভারত থেকে ৬০০ ট্রাক পণ্য আমদানির চাহিদা রয়েছে। তবে বন্দরে জায়গাসংকটের কারণে ৪০০ ট্রাকের বেশি পণ্য ঢুকতে পারছে না। এতে রাজস্ব আয় দিন দিন কমে যাচ্ছে।
বেনাপোল বন্দর উন্নয়নের কার্যক্রমে ধীরগতির কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি-রফতানি বাণিজ্য। বন্দরে জায়গাসংকটের কারণে চাহিদার অর্ধেক পণ্য আমদানি হওয়ায় কমেছে সরকারের রাজস্ব আয়। ব্যবসায়ীরা বলছেন, চাহিদামতো অবকাঠামো উন্নয়ন না হওয়ায় বন্দরটিতে পণ্য খালাসে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে সড়কপথের পাশাপাশি রেলপথে বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় এ সমস্যা আরও বেড়েছে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বেনাপোল বন্দরে পণ্যের ধারণক্ষমতা মাত্র ৪৫ হাজার মেট্রিক টন। বর্তমানে বন্দরটিতে দেড় লাখ মেট্রিক টনের বেশি পণ্য রয়েছে। পণ্যাগারে জায়গার অভাবে দিনের পর দিন ট্রাক দাঁড়িয়ে থেকে পণ্য নামাতে হচ্ছে খোলা আকাশের নিচে। রোদ, বৃষ্টি আর কাদার মধ্যে পণ্যের মান নষ্ট হচ্ছে। যানবাহন চলাচলের রাস্তা বেহাল হওয়ায় পণ্য খালাসে ভোগান্তি বেড়ে চলেছে। বন্দরে জায়গাসংকটে আমদানির পরিমাণ নেমে এসেছে অর্ধেকে। এতে ১০ বছর ধরে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকারের রাজস্ব আয়ে ঘাটতি হচ্ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, প্রতিবছর বেনাপোল বন্দর থেকে সরকারকে প্রায় ৬০০ কোটি টাকা রাজস্ব দেওয়া হচ্ছে। তবে এ পর্যন্ত প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় নানান দুর্ভোগের মধ্যে বাণিজ্য সম্পাদন করতে হচ্ছে। বিভিন্ন বৈঠকে বারবার অভিযোগ জানানো হলেও তেমন কাজ হচ্ছে না। চাহিদামতো বন্দর উন্নয়ন হলে আমদানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারের রাজস্ব আয়ও দ্বিগুণ বাড়বে।
ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির পরিচালক মতিয়ার রহমান বলেন, দেশে সরকার অনুমোদিত ২৪টি স্থলবন্দর রয়েছে। এর মধ্যে সচল রয়েছে ১২টি। সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে। বাণিজ্য সম্প্রসারণে বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বেনাপোল বন্দরের বাইপাস সড়কে চাহিদামতো জায়গা অধিগ্রহণ করে যদি বেসরকারি খাতে ওয়্যারহাউস সিস্টেম চালু করা যায়, তবে চলমান সংকট থেকে অনেকটা মুক্তি মিলবে।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, প্রতিদিন ভারত থেকে ৬০০ ট্রাক পণ্য আমদানির চাহিদা রয়েছে। তবে বন্দরে জায়গাসংকটের কারণে ৪০০ ট্রাকের বেশি পণ্য ঢুকতে পারছে না। এতে রাজস্ব আয় দিন দিন কমে যাচ্ছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫