Ajker Patrika

শীতার্তদের জন্য এগিয়ে আসার আহ্বান

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪: ১৫
শীতার্তদের জন্য এগিয়ে আসার আহ্বান

শিক্ষার বিস্তার ও শীতার্তদের সহযোগিতায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বান্দরবান টুরিস্ট পুলিশ সুপার মো. আবদুল হালিম।

গতকাল শুক্রবার বান্দরবানে গরিব-অসহায় মানুষ ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন। গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই কর্মসূচির আয়োজন করে টুরিস্ট পুলিশ ও রোটারি ক্লাব অফ সাগরিকা।

বান্দরবান টুরিস্ট পুলিশ সুপার মো. আবদুল হালিম বলেন, ‘ছোট ছোট সহযোগিতাও মানুষের উপকারে আসে। তাই যে যার সামর্থ্য মতো সহযোগিতার হাতকে সম্প্রসারিত করলে সাধারণ মানুষ এই শীতে কিছুটা হলেও শান্তিতে থাকার সুযোগ পাবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে টুরিস্ট পুলিশ বান্দরবান সদর জোনের ইনচার্জ মো. আমিনুল হক বক্তব্য দেন। পরে অনুষ্ঠানে শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা সামগ্রী এবং গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মো. আমিনুল হক জানান, বান্দরবানের গরিব-অসহায় ৩০০ জনকে কম্বল, ৪ থেকে ১৪ বছরের ২০০ শিশুকে পোশাক, ৭০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও ১৪ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি (অনুদান) প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত