সনি আজাদ, চারঘাট
চারঘাটে বেড়েছে স্বাভাবিক সন্তান প্রসব। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ১১ মাসে চারঘাট উপজেলা হাসপাতালের গাইনি বিভাগে ৯৩৩টি শিশু স্বাভাবিক প্রক্রিয়ায় জন্মগ্রহণ করেছে। একই সময়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্ম নিয়েছে ২৭টি।
হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, এ বছরের জানুয়ারি মাসে ৮৭ জন, ফেব্রুয়ারিতে ৮৫, মার্চে ১০৫, এপ্রিলে ৯২, মে মাসে ৭৮, জুনে ৮২, জুলাইয়ে ৭১, আগস্টে ৮৪, সেপ্টেম্বরে ৮৯, অক্টোবরে ৮৮ ও নভেম্বরে ৭২ জন শিশু নরমাল ডেলিভারিতে জন্মগ্রহণ করে। এদের মধ্যে ৪টি যমজ শিশু রয়েছে।
গত বৃহস্পতিবার সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বাভাবিক প্রক্রিয়ায় একই দিনে পাঁচটি শিশু জন্মগ্রহণ করেছে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. রেশমী আক্তার রাহী জানান, যাদের বিভিন্ন শারীরিক সমস্যা যেমন-ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ, গর্ভের বাচ্চার হার্ট রেট বেড়ে গেলে বা কমে গেলে এবং নরমাল ডেলিভারি মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে সে ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারির পরামর্শ দেওয়া হয়ে থাকে।
তিনি আরও বলেন, ‘স্বাভাবিক প্রসব মা ও সন্তান উভয়ের জন্যই ভালো। ডেলিভারির ১২ ঘণ্টার মধ্যেই মায়েদের হাসপাতাল থেকে রিলিজ দেওয়া সম্ভব। মায়েরা শিগগিরই স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘গর্ভে সন্তান আসার পর থেকেই স্বাভাবিক প্রসবের বিষয়ে রোগীদের উৎসাহিত করেছি। এ ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি। এ জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
চারঘাটে বেড়েছে স্বাভাবিক সন্তান প্রসব। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ১১ মাসে চারঘাট উপজেলা হাসপাতালের গাইনি বিভাগে ৯৩৩টি শিশু স্বাভাবিক প্রক্রিয়ায় জন্মগ্রহণ করেছে। একই সময়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্ম নিয়েছে ২৭টি।
হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, এ বছরের জানুয়ারি মাসে ৮৭ জন, ফেব্রুয়ারিতে ৮৫, মার্চে ১০৫, এপ্রিলে ৯২, মে মাসে ৭৮, জুনে ৮২, জুলাইয়ে ৭১, আগস্টে ৮৪, সেপ্টেম্বরে ৮৯, অক্টোবরে ৮৮ ও নভেম্বরে ৭২ জন শিশু নরমাল ডেলিভারিতে জন্মগ্রহণ করে। এদের মধ্যে ৪টি যমজ শিশু রয়েছে।
গত বৃহস্পতিবার সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বাভাবিক প্রক্রিয়ায় একই দিনে পাঁচটি শিশু জন্মগ্রহণ করেছে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. রেশমী আক্তার রাহী জানান, যাদের বিভিন্ন শারীরিক সমস্যা যেমন-ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ, গর্ভের বাচ্চার হার্ট রেট বেড়ে গেলে বা কমে গেলে এবং নরমাল ডেলিভারি মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে সে ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারির পরামর্শ দেওয়া হয়ে থাকে।
তিনি আরও বলেন, ‘স্বাভাবিক প্রসব মা ও সন্তান উভয়ের জন্যই ভালো। ডেলিভারির ১২ ঘণ্টার মধ্যেই মায়েদের হাসপাতাল থেকে রিলিজ দেওয়া সম্ভব। মায়েরা শিগগিরই স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘গর্ভে সন্তান আসার পর থেকেই স্বাভাবিক প্রসবের বিষয়ে রোগীদের উৎসাহিত করেছি। এ ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি। এ জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫