সম্পাদকীয়
সন্জীদা খাতুন তখন শান্তিনিকেতনে। সুফিয়া কামালের মেয়ে সাঈদা কামাল তাঁর মেয়ে টিয়াকে নিয়ে প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন শান্তিনিকেতনে। প্রশিক্ষণ হবে কলাভবনে। সাঈদা কামাল উঠেছিলেন সন্জীদা খাতুনের ঘরেই। সে ঘরে ছিল দুটো বিছানা। তিনজনের জায়গা হয়ে গিয়েছিল তাতে। সে সময় টিয়াকে স্কুলে দিয়ে সাঈদা কামাল চলে যেতেন নিজের কাজে আর তখন সন্জীদা খাতুন বসতেন তাঁর লেখালেখি নিয়ে। সে সময় ‘ধ্বনি থেকে কবিতা’ বইটি নিয়ে কাজ করছিলেন তিনি।
এ ঘটনার পর একবার সুফিয়া কামালের আরেক মেয়ে সুলতানা কামাল তাঁর বর আর সুফিয়া কামালকে নিয়ে উঠলেন রতনকুঠিতে। সেখানে সন্জীদা খাতুনের সঙ্গে দেখা হলো তাঁদের। সেই এলাকায় ছিল ‘ডিয়ার পার্ক’। সেখানে সত্যিই হরিণ দেখা যেত। সুফিয়া কামালের ইচ্ছে ছিল হরিণ দেখার। সবাই মিলে হরিণ দেখতে সেই ডিয়ার পার্কে গেলেন তাঁরা। সুফিয়া কামালের তখন বয়স হয়েছে। খুব বেশি হাঁটতে পারেন না। সন্জীদা খাতুন সেটা বুঝলেন। সন্জীদা খাতুনের পায়েও কী এক সমস্যা দেখা দিয়েছিল তখন। তাই একটু হেঁটেই একটি চৌবাচ্চার ধারে গিয়ে বসলেন তাঁরা।
কিছুক্ষণ বসে থাকার পর সুফিয়া কামালকে গান শোনাতে লাগলেন সন্জীদা খাতুন। সুফিয়া কামাল বরাবরই সন্জীদা খাতুনের কণ্ঠে গান শুনতে পছন্দ করতেন। তন্ময় হয়ে গাইছেন সন্জীদা। একটার পর একটা গান গেয়ে চলেছেন। এ সময় হঠাৎ তিনি কাঁধে সুফিয়া কামালের স্পর্শ পেলেন। সন্জীদা খাতুন তাকিয়ে দেখেন, চৌবাচ্চা থেকে নিশ্চিন্তমনে পানি খাচ্ছে একটা হরিণ। কোনো ভয় পাচ্ছে না। সেদিকে তাকিয়ে গান গাওয়া অব্যাহত রাখলেন সন্জীদা। দেখাদেখি আরও একটি হরিণ চলে এল। সুফিয়া কামালের হরিণ দেখার শখ মিটে গেল। গানের সুর হরিণকে আকৃষ্ট করে, তার প্রমাণ এরপর আরও অনেকবার জেনেছেন সন্জীদা খাতুন।
সূত্র: সন্জীদা খাতুন, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে, পৃষ্ঠা ১৬১-১৬২
সন্জীদা খাতুন তখন শান্তিনিকেতনে। সুফিয়া কামালের মেয়ে সাঈদা কামাল তাঁর মেয়ে টিয়াকে নিয়ে প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন শান্তিনিকেতনে। প্রশিক্ষণ হবে কলাভবনে। সাঈদা কামাল উঠেছিলেন সন্জীদা খাতুনের ঘরেই। সে ঘরে ছিল দুটো বিছানা। তিনজনের জায়গা হয়ে গিয়েছিল তাতে। সে সময় টিয়াকে স্কুলে দিয়ে সাঈদা কামাল চলে যেতেন নিজের কাজে আর তখন সন্জীদা খাতুন বসতেন তাঁর লেখালেখি নিয়ে। সে সময় ‘ধ্বনি থেকে কবিতা’ বইটি নিয়ে কাজ করছিলেন তিনি।
এ ঘটনার পর একবার সুফিয়া কামালের আরেক মেয়ে সুলতানা কামাল তাঁর বর আর সুফিয়া কামালকে নিয়ে উঠলেন রতনকুঠিতে। সেখানে সন্জীদা খাতুনের সঙ্গে দেখা হলো তাঁদের। সেই এলাকায় ছিল ‘ডিয়ার পার্ক’। সেখানে সত্যিই হরিণ দেখা যেত। সুফিয়া কামালের ইচ্ছে ছিল হরিণ দেখার। সবাই মিলে হরিণ দেখতে সেই ডিয়ার পার্কে গেলেন তাঁরা। সুফিয়া কামালের তখন বয়স হয়েছে। খুব বেশি হাঁটতে পারেন না। সন্জীদা খাতুন সেটা বুঝলেন। সন্জীদা খাতুনের পায়েও কী এক সমস্যা দেখা দিয়েছিল তখন। তাই একটু হেঁটেই একটি চৌবাচ্চার ধারে গিয়ে বসলেন তাঁরা।
কিছুক্ষণ বসে থাকার পর সুফিয়া কামালকে গান শোনাতে লাগলেন সন্জীদা খাতুন। সুফিয়া কামাল বরাবরই সন্জীদা খাতুনের কণ্ঠে গান শুনতে পছন্দ করতেন। তন্ময় হয়ে গাইছেন সন্জীদা। একটার পর একটা গান গেয়ে চলেছেন। এ সময় হঠাৎ তিনি কাঁধে সুফিয়া কামালের স্পর্শ পেলেন। সন্জীদা খাতুন তাকিয়ে দেখেন, চৌবাচ্চা থেকে নিশ্চিন্তমনে পানি খাচ্ছে একটা হরিণ। কোনো ভয় পাচ্ছে না। সেদিকে তাকিয়ে গান গাওয়া অব্যাহত রাখলেন সন্জীদা। দেখাদেখি আরও একটি হরিণ চলে এল। সুফিয়া কামালের হরিণ দেখার শখ মিটে গেল। গানের সুর হরিণকে আকৃষ্ট করে, তার প্রমাণ এরপর আরও অনেকবার জেনেছেন সন্জীদা খাতুন।
সূত্র: সন্জীদা খাতুন, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে, পৃষ্ঠা ১৬১-১৬২
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫