Ajker Patrika

হরিণ

সম্পাদকীয়
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২: ৫০
হরিণ

সন্জীদা খাতুন তখন শান্তিনিকেতনে। সুফিয়া কামালের মেয়ে সাঈদা কামাল তাঁর মেয়ে টিয়াকে নিয়ে প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন শান্তিনিকেতনে। প্রশিক্ষণ হবে কলাভবনে। সাঈদা কামাল উঠেছিলেন সন্জীদা খাতুনের ঘরেই। সে ঘরে ছিল দুটো বিছানা। তিনজনের জায়গা হয়ে গিয়েছিল তাতে। সে সময় টিয়াকে স্কুলে দিয়ে সাঈদা কামাল চলে যেতেন নিজের কাজে আর তখন সন্জীদা খাতুন বসতেন তাঁর লেখালেখি নিয়ে। সে সময় ‘ধ্বনি থেকে কবিতা’ বইটি নিয়ে কাজ করছিলেন তিনি।

এ ঘটনার পর একবার সুফিয়া কামালের আরেক মেয়ে সুলতানা কামাল তাঁর বর আর সুফিয়া কামালকে নিয়ে উঠলেন রতনকুঠিতে। সেখানে সন্জীদা খাতুনের সঙ্গে দেখা হলো তাঁদের। সেই এলাকায় ছিল ‘ডিয়ার পার্ক’। সেখানে সত্যিই হরিণ দেখা যেত। সুফিয়া কামালের ইচ্ছে ছিল হরিণ দেখার। সবাই মিলে হরিণ দেখতে সেই ডিয়ার পার্কে গেলেন তাঁরা। সুফিয়া কামালের তখন বয়স হয়েছে। খুব বেশি হাঁটতে পারেন না। সন্জীদা খাতুন সেটা বুঝলেন। সন্জীদা খাতুনের পায়েও কী এক সমস্যা দেখা দিয়েছিল তখন। তাই একটু হেঁটেই একটি চৌবাচ্চার ধারে গিয়ে বসলেন তাঁরা।

কিছুক্ষণ বসে থাকার পর সুফিয়া কামালকে গান শোনাতে লাগলেন সন্জীদা খাতুন। সুফিয়া কামাল বরাবরই সন্জীদা খাতুনের কণ্ঠে গান শুনতে পছন্দ করতেন। তন্ময় হয়ে গাইছেন সন্জীদা। একটার পর একটা গান গেয়ে চলেছেন। এ সময় হঠাৎ তিনি কাঁধে সুফিয়া কামালের স্পর্শ পেলেন। সন্জীদা খাতুন তাকিয়ে দেখেন, চৌবাচ্চা থেকে নিশ্চিন্তমনে পানি খাচ্ছে একটা হরিণ। কোনো ভয় পাচ্ছে না। সেদিকে তাকিয়ে গান গাওয়া অব্যাহত রাখলেন সন্জীদা। দেখাদেখি আরও একটি হরিণ চলে এল। সুফিয়া কামালের হরিণ দেখার শখ মিটে গেল। গানের সুর হরিণকে আকৃষ্ট করে, তার প্রমাণ এরপর আরও অনেকবার জেনেছেন সন্জীদা খাতুন।

সূত্র: সন্জীদা খাতুন, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে, পৃষ্ঠা ১৬১-১৬২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত