আনিসুল হক জুয়েল, দিনাজপুর
উত্তরবঙ্গের শস্যভান্ডার খ্যাত দিনাজপুরে চালের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। ধান-চালের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিকে সিন্ডিকেটের কারসাজি বলছেন চাল ব্যবসায়ী ও ক্রেতারা। তবে মিল মালিকেরা বলছেন, ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম।
গত শুক্রবার ও গতকাল শনিবার সরেজমিন দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার বাহাদুর বাজার এবং শহরের অন্যান্য ক্ষুদ্র বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে সব রকমের চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। শুক্রবার বাহাদুর বাজারে আটাশ চাল প্রতি বস্তা ২ হাজার ৫৫০ টাকা থেকে ২ হাজার ৬৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এ সব চাল ৫২-৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উনত্রিশ চালের বস্তা ২ হাজার ৪০০ টাকা, প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মিনিকেট চালের বস্তা ২ হাজার ৯০০ থেকে তিন হাজার টাকা, প্রতি কেজি ৬০ থেকে ৬১ টাকা দরে বিক্রি হচ্ছে। কাটারি চাল ৪ হাজার ৪০০ টাকা বস্তা, প্রতি কেজি ৯০ টাকা ও চিনিগুঁড়া ৪ হাজার ২৫০ টাকা বস্তা, প্রতি কেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বাহাদুর বাজার খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী আলাল উদ্দীন ব্যাপারী বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা।’
রামনগর হাজির মোড়ের ক্ষুদ্র ব্যবসায়ী শরিফুল স্টোরের মালিক শরিফুল ইসলাম বলেন, বাজারে হঠাৎ করেই চালের দাম বেড়ে গেছে। মোটা চালের দাম কম বাড়লেও চিকন চালের দাম অনেক বেড়েছে।
দিনাজপুর কৃষি বিপণন বিভাগের জেলা মার্কেটিং কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘বাজারে ধানের চাহিদা অনুসারে জোগান কম। বোরো মৌসুমের কোনো ধান এখন আর কৃষকের হাতে নেই। যেটুকু আছে সবটুকুই চলে গেছে মিল মালিক আর বড় ব্যবসায়ীদের হাতে। তাঁরা বাজার বুঝে বাজারে ছাড়ছেন। পাশাপাশি ওএমএস’র চাল সরবরাহ বন্ধ থাকায় বাজারে চালের দাম বেড়েছে।
বাংলাদেশ চালকল মালিক গ্রুপের সহসভাপতি শিল্পপতি শহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, ‘বাজারে বর্তমানে ধানের সরবরাহ কম। তাই বাধ্য হয়ে বেশি দামে ধান কিনতে হচ্ছে মিল মালিকদের। উৎপাদন খরচ, আনুষঙ্গিক ব্যয় ও ব্যাংক হিসাব সব মিলিয়ে মালিকেরা লোকসানে রয়েছেন। কিন্তু মিল না চালালে লোকসান আরও বাড়বে, তাই লোকসান কমাতে বাধ্য হয়ে মিল চালাচ্ছেন তাঁরা।’ পাশাপাশি খুচরা ব্যবসায়ীদের বেশি লাভের প্রবণতাও চালের দাম বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
উত্তরবঙ্গের শস্যভান্ডার খ্যাত দিনাজপুরে চালের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। ধান-চালের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিকে সিন্ডিকেটের কারসাজি বলছেন চাল ব্যবসায়ী ও ক্রেতারা। তবে মিল মালিকেরা বলছেন, ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম।
গত শুক্রবার ও গতকাল শনিবার সরেজমিন দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার বাহাদুর বাজার এবং শহরের অন্যান্য ক্ষুদ্র বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে সব রকমের চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। শুক্রবার বাহাদুর বাজারে আটাশ চাল প্রতি বস্তা ২ হাজার ৫৫০ টাকা থেকে ২ হাজার ৬৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এ সব চাল ৫২-৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উনত্রিশ চালের বস্তা ২ হাজার ৪০০ টাকা, প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মিনিকেট চালের বস্তা ২ হাজার ৯০০ থেকে তিন হাজার টাকা, প্রতি কেজি ৬০ থেকে ৬১ টাকা দরে বিক্রি হচ্ছে। কাটারি চাল ৪ হাজার ৪০০ টাকা বস্তা, প্রতি কেজি ৯০ টাকা ও চিনিগুঁড়া ৪ হাজার ২৫০ টাকা বস্তা, প্রতি কেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বাহাদুর বাজার খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী আলাল উদ্দীন ব্যাপারী বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা।’
রামনগর হাজির মোড়ের ক্ষুদ্র ব্যবসায়ী শরিফুল স্টোরের মালিক শরিফুল ইসলাম বলেন, বাজারে হঠাৎ করেই চালের দাম বেড়ে গেছে। মোটা চালের দাম কম বাড়লেও চিকন চালের দাম অনেক বেড়েছে।
দিনাজপুর কৃষি বিপণন বিভাগের জেলা মার্কেটিং কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘বাজারে ধানের চাহিদা অনুসারে জোগান কম। বোরো মৌসুমের কোনো ধান এখন আর কৃষকের হাতে নেই। যেটুকু আছে সবটুকুই চলে গেছে মিল মালিক আর বড় ব্যবসায়ীদের হাতে। তাঁরা বাজার বুঝে বাজারে ছাড়ছেন। পাশাপাশি ওএমএস’র চাল সরবরাহ বন্ধ থাকায় বাজারে চালের দাম বেড়েছে।
বাংলাদেশ চালকল মালিক গ্রুপের সহসভাপতি শিল্পপতি শহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, ‘বাজারে বর্তমানে ধানের সরবরাহ কম। তাই বাধ্য হয়ে বেশি দামে ধান কিনতে হচ্ছে মিল মালিকদের। উৎপাদন খরচ, আনুষঙ্গিক ব্যয় ও ব্যাংক হিসাব সব মিলিয়ে মালিকেরা লোকসানে রয়েছেন। কিন্তু মিল না চালালে লোকসান আরও বাড়বে, তাই লোকসান কমাতে বাধ্য হয়ে মিল চালাচ্ছেন তাঁরা।’ পাশাপাশি খুচরা ব্যবসায়ীদের বেশি লাভের প্রবণতাও চালের দাম বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫