Ajker Patrika

কে দেবে তাঁদের সান্ত্বনা

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১১: ২৫
কে দেবে তাঁদের সান্ত্বনা

স্বামী বজলুর রশিদ প্রায় বাক্‌রুদ্ধ। মাকে হারিয়ে ছেলে আব্দুল্লাহ আল জাবির আর মেয়ে বিন্দু শোকে যেন স্তব্ধ। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জয়পুরহাট শহরের শাপলানগর এলাকায় হাজেরা খানমের বাড়িতে এমনই চিত্র দেখা গেল।

গত বুধবার দুপুরে স্বামীর মোটরসাইকেলের পেছনে বসেছিলেন হাজেরা খানম। তাঁরা বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে শহরের বাটার মোড় পার হয়ে জামালগঞ্জ রোডের বিহারীপাড়া এলাকায় পৌঁছালে, অসাবধানতার কারণে হাজেরা খানম মোটরসাইকেল থেকে পড়ে যান। সেই সময় একটি ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় হাজেরা খানমকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাজেরা খানম (৪০) সদর উপজেলার গতনশহর দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষিকা। তাঁর স্বামী বজলুর রশিদ জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক। পাঁচবিবি উপজেলার আয়মা-রসুলপুর গ্রামে তাঁর মরদেহ দাফন করা হয়।

খাদিজা খানম এবং বজলুর রশিদ দম্পতির এক ছেলে আর এক মেয়ে আছে। ছেলে আব্দুল্লাহ আল জাবির বিমানবাহিনীর কর্মকর্তা। মেয়ের নাম বিন্দু। সে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

গতকাল তাঁদের বাড়িতে কথা হয় আব্দুল্লাহ আল জাবির সঙ্গে। তিনি বলেন, ‘আমার মা পৃথিবীর সেরা মা। সবসময় হাসিমুখে থাকতেন। তাঁকে হারিয়ে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদই যেন হারিয়ে ফেলেছি।’

প্রতিবেশী নাজনীন আক্তার বলেন, ‘খাদিজা খানম ছিলেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ। সমাজে তাঁর মতো ভালো মানুষ বিরল। তিনি সব সময় আমাদের খোঁজখবর রাখতেন।’

জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘খাদিজা খানমের স্বামী বজলুর রশিদ আমার সহকর্মী। স্ত্রীর শোকে তিনি প্রায় বাক্‌রুদ্ধ। তিনি এতটাই ভেঙে পড়েছেন যে, কারও সঙ্গে ভালোমতো কথা বলতে চাইছেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত