Ajker Patrika

হত্যার ৭ মাস পর লাশ উদ্ধার, ছেলে আটক

রূপসা প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ৪৯
হত্যার ৭ মাস পর লাশ উদ্ধার, ছেলে আটক

রূপসায় এনামুল হক (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করে নিজ বাড়ির সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রাখার ৭ মাস পর গলিত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের পুত্র নিয়ামুল ইসলাম তানভিরসহ (১৮) দুজনকে বৃহস্পতিবার বিকেলে দিঘলিয়া থেকে আটক করেছে। রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের শোলপুর গ্রামের ঘটনা এটি।

আটক অপর আসামি হলেন একই গ্রামের আকু মিয়ার পুত্র জুম্মান (৪০)। আটক দুজন পুলিশের কাছে এ হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, প্রায় ৭ মাস আগে ২৬ রমজান রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের শোলপুর গ্রামের এনামুল হককে (৫০) তার পুত্র নিয়ামুল ইসলাম তানভির ও জুম্মান মসলা বাটার শিল দিয়ে মাথায় সজোরে আঘাত করে হত্যা করে। পরবর্তীতে ওই রাতেই হত্যাকারীরা তার নিজ বাড়ির পায়খানার ট্যাঙ্কির মধ্যে লাশ লুকিয়ে রাখে।

নিহত এনামুল হক মৃগী রোগী ছিলেন বলে এলাকায় প্রচার হয় যে তিনি মৃগী রোগে মারা গেছেন। গত ২৯ ডিসেম্বর নিয়ামুল ইসলাম তানভির তার ছোট ভাই নাঈমকে (১১) মারধর করলে একপর্যায়ে নাঈম চিৎকার করে পিতা হত্যার কথা বলতে থাকে। বিষয়টি এলাকাবাসী শুনতে পেলে নিয়ামুল দিঘলিয়ার একটি গ্রামে আত্মগোপন করে।

পরে পুলিশ উক্ত আসামি দুজনকে আটক করে এবং পায়খানার পরিত্যক্ত ট্যাঙ্কির মধ্যে থেকে এনামুল হকের গলিত লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা স্বীকার করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, গলিত লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত