Ajker Patrika

অফিস খোলা, সেবা বন্ধ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
অফিস খোলা, সেবা বন্ধ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দিঘলগাড়ি গ্রামের বাসিন্দা বুলবুলি বেগম (২৫)। সকাল থেকে বসে রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের সামনে। তিনি সরকারের দেওয়া নতুন ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের বিস্তারিত জানতে কাগজপত্রের একটি ফাইল নিয়ে ওই অফিসে এসে শোনেন কর্মকর্তা-কর্মচারীরা অফিস খুলেছেন ঠিকই, কিন্তু আন্দোলনের জন্য সেবা বন্ধ করে রেখেছেন।

তখন বিমুখ মুখে বাড়ি ফিরে গেলেন বুলবুলি বেগম। তাঁর মতো আরও ১০-১৫ জন সেবাপ্রত্যাশীদের অফিসের এসে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ওই চিত্র দেখা গেছে।

সেবা নিতে আসা দিয়ল গ্রামের আছিয়া বিবি বলেন, ‘বর্ষার পানিতে ভাঙা ঘরের টিন ফুটো হয়ে পানি পড়ে। সকালে পিআইও অফিসে আইচুনো অ্যানা টিন পাওয়া যায় কিনা। কিন্তু অফিস খোলা, কাউকে পানু না। তাঁরা বুলে কিবার আন্দোলন করোচে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, ‘কাজ শেষ করেছি অনেক আগেই। সেই কাজের বিল বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে এসে দেখি কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন তাঁদের দাবি আদায়ের লক্ষ্যে। এখানে আমাদের মতো সাধারণ মানুষকে জিম্মি করে এ কেমন আন্দোলন। আসলে সাধারণ মানুষের কষ্ট কেউ দেখেন না।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী জাকির হোসেন বলেন, সরকারের বেশির ভাগ সেবামূলক কর্মকাণ্ড এই অফিসের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু এই অফিসে জনবল সংকটের চিন্তা করছে না সরকার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রহিম বলেন, দুর্যোগব্যবস্থাপনা আইন ২০১২ অনুযায়ী প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদে আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশনসহ সব শূন্য পদ পদোন্নতি নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। সরকার যদি তাঁদের এই দাবি আগামী বৃহস্পতিবারের মধ্যে না মেনে নেয় তাহলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাবেন বলে জানান এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত