Ajker Patrika

৩৮ দিন পর শুটিংয়ে ফিরে ‘নার্ভাস’ মেহজাবীন

আপডেট : ০৫ জুন ২০২২, ০৮: ৫৯
৩৮ দিন পর শুটিংয়ে ফিরে ‘নার্ভাস’ মেহজাবীন

বিরতি কাটিয়ে আবার ক্যামেরার সামনে মেহজাবীন চৌধুরী। গত ঈদের আগে সর্বশেষ কাজ করেছিলেন। এরপর লম্বা ছুটি কাটিয়ে ৩৮ দিন পর গতকাল ফিরেছেন শুটিংয়ে। জানা যায়, রাজধানীর কাউলায় একটি নাটকের শুটিং করছেন মেহজাবীন। অনন্য ইমনের পরিচালনায় নাটকে তাঁর সহশিল্পী সুদীপ বিশ্বাসসহ অনেকে। এত দিন পর কাজে ফিরে ‘নার্ভাস’ বোধ করছিলেন মেহজাবীন। তিনি বলেন, ‘এত দিন পর শুটিংয়ে ফিরে কাজে কতটুকু মনোযোগ দিতে পারব, সংশয়ে ছিলাম। সব মিলিয়ে একটু না, বেশ ভালো রকমের নার্ভাস লাগছিল। তবে এবারই প্রথম নয়, প্রতিবার লম্বা ছুটি কাটিয়ে কাজে ফেরার পর আমার এমন হয়।’

প্রায় সারা বছরই শুটিং নিয়ে ব্যস্ত থাকেন মেহজাবীন। তবে ব্যস্ত শিডিউল থেকে মাঝেমধ্যে নিজের জন্যও সময় বের করেন। ঘুরে বেড়ান দেশ-বিদেশে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়েছিলেন তুরস্কের ইস্তাম্বুলে।

সেখানে গিয়ে মেহজাবীন হাজির হয়েছিলেন একটি মৃৎশিল্পের কারখানায়। নিজ হাতে তৈরি করেন মাটির পাত্র। ফেসবুক পেজে মাটির পাত্র বানানোর ভিডিওটি শেয়ার করেছেন তিনি।

এবার তুরস্ক সফরে আরেকটি স্বপ্নও পূরণ হয়েছে মেহজাবীনের। টেইলর সুইফট তাঁর পছন্দের গায়িকা। টেইলরের ‘ওয়াইল্ডেস্ট ড্রিমস’ গানটি তাঁর অনেক সময়ের সঙ্গী। ইচ্ছে ছিল, ওই গানের একটি দৃশ্যের মতো করে নিজের ভিডিও বানাবেন তিনি। ওই রকম লোকেশন, গাড়ি, ড্রেস। অবশেষে স্বপ্নটি পূরণ হয়েছে তাঁর। ‘ওয়াইল্ডেস্ট ড্রিমস’ গানের আদলে তুরস্কে একটি ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। তুর্কি আলোকচিত্রী সাবান সিফসিবাসির বানানো ভিডিওটি গতকাল ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবীন। জানা যায়, শুধু তুরস্ক নয়, এবার যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ ঘুরেছেন তিনি।

গত ঈদে মেহজাবীন অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে। এর মধ্যে প্রশংসিত হয়েছে ‘ঘুণ’, ‘শেষ দেখা’, ‘চম্পা হাউজ’, ‘ফ্রিল্যান্সার নাদিয়া’, ‘লাভ ভার্সেস ক্রাশ ২’, ‘২ বাই ২’, ‘ভেলকি’, ‘ম্যাটিনি শো’, ‘উড়ো প্রেম’সহ বেশ কিছু নাটক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত