Ajker Patrika

যুদ্ধস্থলে শহীদ দাদার বীরত্বের গল্প শুনল নাতিরা

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ০৬
যুদ্ধস্থলে শহীদ দাদার  বীরত্বের গল্প শুনল নাতিরা

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর সম্মুখযুদ্ধে শহীদ হন নওগাঁর রানীনগর উপজেলার লুৎফর রহমান। মুক্তিযুদ্ধ এবং যুদ্ধে কীভাবে তাদের দাদা শহীদ হয়েছেন সে গল্প শুনলেন দুই নাতি। আর এই গল্প শোনালেন যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।

শহীদ বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ভাতিজা রওশন বলেন, তাঁর জমজ দুই ছেলে বর্তমানে খাস নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করছে। একজনের নাম রাহিল বিন রওশন এবং অন্যজন রাফান বিন রওশন। ক্ষুদে দুই শিক্ষার্থী মাঝেমধ্যেই বলতেন কীভাবে দাদা লুৎফর রহমান যুদ্ধ করেছেন এবং কোথায় শহীদ হয়েছেন। এমন প্রশ্ন বারবার ছুড়ে দিতেন বাবা রওশনের প্রতি। শেষ পর্যন্ত তাদের দাদা লুৎফর রহমানের সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলুর সঙ্গে দেখা করে মুক্তিযুদ্ধের গল্প শোনাতে অনুরোধ করেন তিনি।

ছোট শিশুদের এমন আগ্রহ দেখে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলুও গল্প শোনাতে আসেন। স্থানীয় গণ্যমান্য লোকজন এবং সহযোদ্ধা আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও শেখ মো. আনিছুর রহমানকে সঙ্গে নিয়ে সেদিনের যুদ্ধস্থল রানীনগর থানার উত্তর দিকে দরিয়াপুর মাঠে পৌঁছান। সেখানেই দুই নাতিকে দেখান কোথায় পাক বাহিনীর গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পরেছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের দাদা। এ সময় কীভাবে যুদ্ধ করেছিলেন লুৎফর রহমান এমন গল্প শোনান।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু বলেন, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর সকাল ৯টায় রাণীনগর পাক হানাদারমুক্ত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধারা থানা সদরে থাকা হানাদার ক্যাম্প চারদিক থেকে ঘেরাও করেন। বীর মুক্তিযোদ্ধা ও পাক হানাদার বাহিনীর মধ্যে ৩৭ ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। ১০ ডিসেম্বর রাত ১০টা দিকে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাক হানাদার বাহিনী ও তার দোসররা পালাতে শুরু করে। দীর্ঘ ৩৭ ঘণ্টা সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়ে শেষের দিকে উভয়পক্ষের গোলাগুলির একপর্যায়ে ৪০ জন রাজাকার-আলবদর অস্ত্রসহ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেন এবং রাণীনগর উপজেলা হানাদারমুক্ত হয়। এই সম্মুখযুদ্ধে লুৎফর রহমান শহীদ হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত