Ajker Patrika

অর্ধেক ভাড়ার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ২১
অর্ধেক ভাড়ার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সব গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে গতকাল মঙ্গলবার বান্দরবান জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে তারা। এ সময় দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করে। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

দেশে বিভিন্ন স্থানে কিছুদিন ধরে চলা আন্দোলনের অংশ হিসেবে গতকাল সকাল ১০টায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মানববন্ধন করে। এতে ‘গণ পরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দিন’, ‘বিআরসিটি পারলে আপনি পারবেন না কেন’ স্লোগান সংবলিত ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ইমামুল কবির আলভী, মো. আখলাক, উমংসিং মারমা, আনোয়ার সালমান।

বক্তারা বলেন, বান্দরবানের অসংখ্য শিক্ষার্থী প্রতিদিনই সদর থেকে অনেক দূরে যাতায়াত করে। অনেকের পূর্ণ ভাড়া দিয়ে যাতায়াত সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া নির্ধারণ করা হোক।

শিক্ষার্থীরা আরও বলেন, সরকারি পরিবহন বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক ঘোষণা করেছে। ঢাকা শহরে বেসরকারি পরিবহনে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অবিলম্বে সারা দেশে ওই ঘোষণা দেওয়ার আহ্বান জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত