Ajker Patrika

নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৩২
নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা

অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর প্রচার কার্যালয় ও মন্দিরে হামলা চালানো হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অর্জুন সেন অভিযোগ করেছেন।

আওয়ামী লীগের এই প্রার্থী জানান, তালতলা খেয়াঘাট, মধ্যপুর ও বিভাগদী গ্রামে তাঁর তিনটি নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তাঁর বাড়িতেও ইট–পাটকেল নিক্ষেপ ও বাড়ি সংলগ্ন জগধাত্রী মন্দিরে হামলা চালানো হয়।

ঘটনার পর গতকাল শুক্রবার এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জগধাত্রী মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার সেন বলেন, ‘আমার বসতবাড়ি মন্দিরের পাশে। রাত সাড়ে ৩টার দিকে আমার বাড়ির টিনের চালে ইট–পাটকেল পড়তে থাকে। এ সময় প্রতিবেশীদের ডেকে ঘর থেকে বেরিয়ে এসে দেখি মন্দিরের বারান্দায় আগুন জ্বলছে। নির্বাচন কেন্দ্র করে যারা মন্দিরে অগ্নিসংযোগ করেছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

প্রত্যক্ষদর্শী এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভোরে মন্দিরের পাশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ তৈয়েবুর রহমান ও এম এম আজিম উদ্দিনের ১০–১৫ জন কর্মীকে লাঠি হাতে ঘোরাঘুরি করতে দেখেছি।’

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অর্জুন সেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ তৈয়েবুর রহমান ও অপর প্রার্থী এম এম আজিম উদ্দিন নিজেদের পরাজয় নিশ্চিত ভেবে আমার তিনটি নির্বাচনী অফিসে আগুন ও বাড়িতে ইট–পাটকেল নিক্ষেপ করেছে।’

অভিযোগের বিষয়ে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ তৈয়েবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অপর চেয়ারম্যান প্রার্থী এম এম আজিম উদ্দিন বলেন, ‘নির্বাচনী অফিস ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নৌকার প্রার্থী ও মন্দির কমিটি অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত