Ajker Patrika

স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভাগাড়

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৪: ১৫
স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভাগাড়

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও উপস্বাস্থ্যকেন্দ্রের সামনে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগী ও পথচারীদের। ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ।

গতকাল শনিবার সরেজমিন দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের সামনে ও পেছনে ময়লার স্তূপ গড়ে উঠেছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে ঝুঁকিতে পড়ছেন সেবা নিতে আসা রোগী ও সাধারণ পথচারী। স্বাস্থ্যকেন্দ্রটির সামনে থাকা টিউবওয়েল থেকে পানি আনতে গেলে নাক চেপে ধরে রাখতে হচ্ছে। এ অবস্থায় স্থানীয় জনসাধারণ ও সেবাগ্রহীতাদের দাবি দ্রুত সময়ে আবর্জনা পরিষ্কার করে স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ রক্ষা করা হোক।

উপস্বাস্থ্যকেন্দ্রটির সামনে ওষুধের দোকানি মিঠুন বলেন, ‘প্রতিদিন কয়েক শ রোগী এখান থেকে চিকিৎসাসেবা নেন, অথচ এর সামনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ মানুষকে আরও ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এ ময়লা পরিষ্কার করা উচিত।’

বালিগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, স্বাস্থ্যকেন্দ্রের সামনে দিনের পর দিন ময়লা ফেলে স্তূপ করে রাখা হয়, অথচ দেখার কেউ নেই। এ ছাড়া পুরোনো টিনের স্বাস্থ্যকেন্দ্রটি অবহেলা-অযত্নে নষ্ট হচ্ছে। টিনের ঘরের খুঁটি নিয়ে যাচ্ছে এলাকার কিছু অসাধু লোক।

বালিগাঁও উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বাচ্চু বলেন, ‘এই বিষয়ে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং সিভিল সার্জনকে অভিহিত করেছি। বাজারের লোকজন এখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করছে। এখান থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করা খুবই জরুরি।’

বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা বলেন, ‘ময়লা ফেলতে আমিও নিষেধ করেছি, কিন্তু বাজারের লোকজন ময়লা ফেলে। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।’

টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না দে বলেন, ‘সাইনবোর্ড টাঙিয়ে বারবার ময়লা না ফেলার জন্য বলা হয়েছে। কিন্তু বাজারের লোকজন ময়লা-আবর্জনা ফেলেই যাচ্ছে। আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত