Ajker Patrika

সাবেক সাংসদ ভারতী নন্দী আর নেই

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৮: ৫৩
সাবেক সাংসদ ভারতী নন্দী আর নেই

সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা ভারতী নন্দী সরকার আর নেই। ৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর শহরের নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

ভারতী নন্দী সরকার ১৯৯৬-২০০১ সালে বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ ছিলেন। তিনি দীর্ঘদিন দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং বর্তমান উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। ২০০১ সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহসম্পাদকসহ কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পদেও তিনি কাজ করেছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠা থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। এ ছাড়া তিনি দিনাজপুর সেন্ট যোসেফস স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফুলতলা শ্মশান ঘাটে বীর মুক্তিযোদ্ধা ভারতী নন্দীকে গার্ড অব অনার শেষে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত