Ajker Patrika

নির্বাচনে অন্য চিন্তা থাকলে ভুলে যান: ডিসি

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ১৭
নির্বাচনে অন্য চিন্তা থাকলে ভুলে যান: ডিসি

‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এর বাইরে অন্য কোনো চিন্তা কারও মাথায় থাকলে তা ভুলে যান। আসন্ন ইউপি নির্বাচনে কেউ কোনো ধরনের অন্যায় পথ বেছে নেওয়ার চিন্তা করবেন না। ভোটারদের কাছে যান, তাঁরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ এসব কথা বলেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক।

গতকাল মঙ্গলবার দুপুরে গৌরীপুর উপজেলার ইউপি নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে প্রার্থীরা নিজ নিজ ইউপির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

নির্বাচনে একটি মহল প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও প্রার্থীরা অভিযোগ করেন। এমনকি ভোট গ্রহণের পর কেন্দ্রে ফলাফল ঘোষণা না দিয়ে ব্যালট বাক্স উপজেলায় নিয়ে গিয়ে মনগড়া ফলাফল ঘোষণা হতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পাবলিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে এবং অ্যাকাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আহমার উজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত