Ajker Patrika

ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৪: ৪৫
ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ

ভুলে অন্যের বিকাশে যাওয়া সাড়ে ৭ হাজার টাকা উদ্ধার করেছে চুয়াডাঙ্গার জীবননগর থানা-পুলিশ। গত শুক্রবার বিকেলে উদ্ধার করা টাকা মালিকের হাতে তুলে দেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।

ভুক্তভোগী জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের মোছা. আনোয়ারা নাসরিন বলেন, ভুল করে সাড়ে ৭ হাজার টাকা ময়মনসিংহ সদর থানার বাসিন্দা সুমন চন্দ্র নাথের বিকাশে চলে যায়। ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। পরে জীবননগর থানায় জিডি করি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেন জীবননগর থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শুক্রবার টাকা উদ্ধার করেন সাজ্জাদ হোসেন। শুক্রবার বিকেলে উদ্ধার করা টাকা হস্তান্তর করেন জীবননগর থানার ওসি আব্দুল খালেক।

উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন জানান, আনোয়ারা বিকাশে টাকা পাঠাতে গিয়ে একটি সংখ্যা ভুল করেছিলেন। এতে টাকা ময়মনসিংহ সদর থানার বাসিন্দা সুমন চন্দ্র নাথের অ্যাকাউন্টে চলে যায়। তাঁর কাছে টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। পরে ময়মনসিংহ সদর থানার সহযোগিতায় টাকা উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত