Ajker Patrika

সিরাজদিখানে সরিষার ফলন কম হওয়ার শঙ্কায় কৃষকেরা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৯: ১৭
সিরাজদিখানে সরিষার ফলন কম হওয়ার শঙ্কায় কৃষকেরা

মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিভিন্ন ইউনিয়নের ফসলের মাঠে এখন সরিষার হলদে ফুলের সমারোহ। অবশ্য জমির বেশির ভাগ অংশে ফসল ফলেনি। এ নিয়ে চিন্তিত কৃষকেরা। কয়েক দিন আগের টানা বৃষ্টি প্রভাব ফেলেছে সরিষার আবাদে।

উপজেলার কৃষি অফিস জানায়, শেখরনগর, রাজানগর, চিত্রকোট, কেয়াইন, বাসাইল, লতব্দী ইউনিয়নসহ এবার সিরাজদিখানের ১ হাজার ৮০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কিন্তু টানা বৃষ্টির কারণে ৩২০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এবার উপজেলার কৃষকেরা উন্নত জাতের বারি-১৪ ও ১৫ টরি-৭, বিনা-৪ চাষ করেছেন। এরপরও ভালো ফলন নিয়ে শঙ্কা রয়ে গেছে তাঁদের।

রাজানগর ইউনিয়নের কৃষক আওয়াল শেখ বলেন, ‘১৫ বিঘা জমিতে চাষ করেছিলাম, ৫ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। বাকি জমিতেও এবার ফলন ভালো হবে না বলে মনে হচ্ছে।’

চিত্রকোট ইউনিয়নের কৃষক আব্দুল মোতালেব বলেন, ‘বৃষ্টিতে অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে। যেগুলো রয়েছে সেগুলোর গাছ মোটামুটি বড় হয়েছে। কিন্তু ফলন বেশি হবে না বলে মনে হচ্ছে। এবার আমাদের অনেক টাকা ক্ষতি হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, শেখরনগর, রাজানগর, চিত্রকোট, কেয়াইন, বাসাইল, লতব্দী এসব ইউনিয়নে সরিষার আবাদ বেশি হয়েছে। এ ছাড়া অন্যান্য ইউনিয়নগুলোতে কমবেশি সরিষার চাষ হয়েছে। তবে এবার টানা বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির আগে যে সব জমিতে সরিষা চাষ হয়েছিল, সে সব জমির অনেক স্থানের গাছ মরে গেছে। অনেক স্থানে গাছ আছে। সেগুলোতে মোটামুটি ফলন হবে। তবে এবার ভালো ফলনের সম্ভাবনা খুবই কম। টানা বৃষ্টির পর পর যারা জমিতে সরিসার বীজ বপন করেছেন, তাঁদের জমিতে ফলন ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত