Ajker Patrika

বরগুনায় মাদকসহ গ্রেপ্তার ২

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১০
বরগুনায় মাদকসহ গ্রেপ্তার ২

বরগুনার ক্রোক স্লুইচ গেট এলাকা থেকে দুজনকে মাদকসহ গ্রেপ্তার করেছে বরগুনা থানা-পুলিশ। গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে মামুন ও শিশির নামে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মামুনের কাছ থেকে ৫১টি ও শিশিরের কাছ থেকে ৫টি সহ মোট ৫৬টি ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মামুন হাওলাদার (৩৫) ক্রোক স্লুইচ গেট এলাকার মৃত আলমগীর হোসেন মন্টুর ছেলে। অপরজন শিশির সরকার (২৪) কেজি স্কুল সড়কের মৃত বিনয় সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্রোক এলাকায় অভিযান চালাতে গিয়ে শিশির ও মামুন নামের দুজনকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে থানায় নিয়ে আসার জন্য পুলিশ ভ্যানে ওঠাতে গেলে লাফ দিয়ে শিশির দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা প্রায় ২ কিলোমিটার ধাওয়া করে শিশিরকে ধরতে সক্ষম হয়। এ সময় শিশির তাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে হাতে আঘাত পায়। পরে শিশিরকে চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, ‘আমি ও সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম খানসহ পুলিশের একটি টিম মামুন ও শিশির নামে দুজনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত