Ajker Patrika

১ ঘণ্টার জন্য এডিসি ও সিভিল সার্জন

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৯: ৫৬
১ ঘণ্টার জন্য এডিসি ও সিভিল সার্জন

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশুর ক্ষমতায়নের প্রতীক হিসেবে ১ ঘণ্টার জন্য দায়িত্ব নেয় কন্যা শিশুরা। গতকাল মঙ্গলবার পটুয়াখালী জেলায় সিভিল সার্জন ও গত সোমবার পিরোজপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে ১ ঘণ্টার জন্য দায়িত্ব পালন করে কন্যা শিশুরা। প্রতিনিধিদের পাঠানো খবর–

পটুয়াখালী: ১ ঘণ্টার জন্য সিভিল সার্জনের দায়িত্ব পেয়ে নারী ও শিশুবান্ধব হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি দেয় জান্নাতুন নেছা সেফা। গতকাল সকাল ১০টায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ও এনসিটিএফের আয়োজনে সিভিল সার্জন অফিসে তাকে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ সময় জান্নাতুন নেছা সেফা বলে, ‘এই প্রতীকী দায়িত্ব পালনের মাধ্যমে আমি আরও আত্মবিশ্বাসী ও নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ হলাম।’

সেফা আরও বলে, ‘জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামো ও পরিবেশগত উন্নয়নে সরকার কাজ করছে। এগুলো বাস্তবায়ন হলে হাসপাতালগুলোয় আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।’

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন এ বিষয়ে বলেন, ‘সরকারি–বেসরকারি নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কন্যাশিশুদের যোগ্য করে গড়ে তুলতে সেফাকে প্রতীকী দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে সে ভবিষ্যতে বড় বড় দায়িত্ব পালনে উৎসাহিত হবে।’

পিরোজপুর: ১ ঘণ্টার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) দায়িত্ব পালন করল ডিকে দিব্যা মনি। গত সোমবার পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ডিকে দিব্যা মনি এ দায়িত্ব পালন করে।

এ সময় উপস্থিত থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। দায়িত্বপ্রাপ্ত এডিসি দিব্যা মনি পিরোজপুরের সকল শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য সুপারিশমালা পেশ করে। এ ছাড়া সে পিরোজপুরকে বাল্যবিবাহমুক্ত করে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত