জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশুর ক্ষমতায়নের প্রতীক হিসেবে ১ ঘণ্টার জন্য দায়িত্ব নেয় কন্যা শিশুরা। গতকাল মঙ্গলবার পটুয়াখালী জেলায় সিভিল সার্জন ও গত সোমবার পিরোজপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে ১ ঘণ্টার জন্য দায়িত্ব পালন করে কন্যা শিশুরা। প্রতিনিধিদের পাঠানো খবর–
পটুয়াখালী: ১ ঘণ্টার জন্য সিভিল সার্জনের দায়িত্ব পেয়ে নারী ও শিশুবান্ধব হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি দেয় জান্নাতুন নেছা সেফা। গতকাল সকাল ১০টায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ও এনসিটিএফের আয়োজনে সিভিল সার্জন অফিসে তাকে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ সময় জান্নাতুন নেছা সেফা বলে, ‘এই প্রতীকী দায়িত্ব পালনের মাধ্যমে আমি আরও আত্মবিশ্বাসী ও নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ হলাম।’
সেফা আরও বলে, ‘জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামো ও পরিবেশগত উন্নয়নে সরকার কাজ করছে। এগুলো বাস্তবায়ন হলে হাসপাতালগুলোয় আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।’
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন এ বিষয়ে বলেন, ‘সরকারি–বেসরকারি নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কন্যাশিশুদের যোগ্য করে গড়ে তুলতে সেফাকে প্রতীকী দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে সে ভবিষ্যতে বড় বড় দায়িত্ব পালনে উৎসাহিত হবে।’
পিরোজপুর: ১ ঘণ্টার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) দায়িত্ব পালন করল ডিকে দিব্যা মনি। গত সোমবার পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ডিকে দিব্যা মনি এ দায়িত্ব পালন করে।
এ সময় উপস্থিত থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। দায়িত্বপ্রাপ্ত এডিসি দিব্যা মনি পিরোজপুরের সকল শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য সুপারিশমালা পেশ করে। এ ছাড়া সে পিরোজপুরকে বাল্যবিবাহমুক্ত করে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করে।
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশুর ক্ষমতায়নের প্রতীক হিসেবে ১ ঘণ্টার জন্য দায়িত্ব নেয় কন্যা শিশুরা। গতকাল মঙ্গলবার পটুয়াখালী জেলায় সিভিল সার্জন ও গত সোমবার পিরোজপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে ১ ঘণ্টার জন্য দায়িত্ব পালন করে কন্যা শিশুরা। প্রতিনিধিদের পাঠানো খবর–
পটুয়াখালী: ১ ঘণ্টার জন্য সিভিল সার্জনের দায়িত্ব পেয়ে নারী ও শিশুবান্ধব হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি দেয় জান্নাতুন নেছা সেফা। গতকাল সকাল ১০টায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ও এনসিটিএফের আয়োজনে সিভিল সার্জন অফিসে তাকে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ সময় জান্নাতুন নেছা সেফা বলে, ‘এই প্রতীকী দায়িত্ব পালনের মাধ্যমে আমি আরও আত্মবিশ্বাসী ও নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ হলাম।’
সেফা আরও বলে, ‘জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামো ও পরিবেশগত উন্নয়নে সরকার কাজ করছে। এগুলো বাস্তবায়ন হলে হাসপাতালগুলোয় আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।’
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন এ বিষয়ে বলেন, ‘সরকারি–বেসরকারি নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কন্যাশিশুদের যোগ্য করে গড়ে তুলতে সেফাকে প্রতীকী দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে সে ভবিষ্যতে বড় বড় দায়িত্ব পালনে উৎসাহিত হবে।’
পিরোজপুর: ১ ঘণ্টার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) দায়িত্ব পালন করল ডিকে দিব্যা মনি। গত সোমবার পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ডিকে দিব্যা মনি এ দায়িত্ব পালন করে।
এ সময় উপস্থিত থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। দায়িত্বপ্রাপ্ত এডিসি দিব্যা মনি পিরোজপুরের সকল শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য সুপারিশমালা পেশ করে। এ ছাড়া সে পিরোজপুরকে বাল্যবিবাহমুক্ত করে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫