Ajker Patrika

নড়িয়ায় টিকা নিতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

নড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩১
নড়িয়ায় টিকা নিতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে আসা মানুষের ভিড় দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে এ চিত্র দেখা যায়।

এ সময় মানুষের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা লক্ষ করা যায়নি। টিকা নিতে আসা মানুষজন জটলা পাকিয়ে ঢুকছেন কেন্দ্রে। মুখে মাস্ক পড়লেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানেন নি কেউ। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন টিকাদানে নিয়োজিতরা।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্র জুড়েই টিকা নিতে আসা প্রায় ৫ শতাধিক মানুষের ভিড়। মুখে মাস্ক থাকলেও গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন তারা। এদের মধ্যে বয়স্ক নারী-পুরুষের সংখ্যাই বেশি। প্রত্যেকে সঙ্গে এসেছেন একজন দুজন করে সহযোগী।

ফলে টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। কেউ কেউ ‘মেসেজ’ না পেয়েও ভিড় করছেন হাসপাতালে। নিতে চাচ্ছেন টিকা। এদিকে টিকা নিতে আসা বিপুলসংখ্যক মানুষকে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকে টিকা দিতে না পারার অভিযোগও করেন।

জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম না থাকায় রেজিস্ট্রেশন করেই মানুষ হাসপাতালে ছুটছে। মানুষ স্বাস্থ্যবিধি তো মানছেই না বরং হাসপাতাল কর্তৃপক্ষের কথাও শুনছেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম রাজিব জানান, দ্বিতীয় ধাপে গ্রামে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু অস্বাভাবিক হারে বাড়ায় জনসাধারণে মধ্যে টিকা নিতে আগ্রহ বাড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত