Ajker Patrika

নদীর পাড়ে বৃক্ষরোপণ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৫
নদীর পাড়ে বৃক্ষরোপণ

দিনাজপুরের বিরলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তুলাই নদীর দু’পাড়ে বিআইডব্লিউটিএ বৃক্ষরোপণ করেছে।

গত রোববার স্থানীয় সাংসদ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি বিরলের ফুলবাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকল্প পরিচালক রকিবুল ইসলাম তালুকদার, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত