Ajker Patrika

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৪: ৩৮
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুরের প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

গতকাল রোববার বেলা ১১টায় সদর হাসপাতালের সামনে প্রায়আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. দুরুল হোদা, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মমিনুল হক, আবাসিক চিকিৎসক ডা. নুরুন নাহার, হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ও সেবিকারা।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে একটি মহল। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন অপশক্তি ও সন্ত্রাসের স্থান নেই। বাংলার মাটি থেকে তাদের উৎখাত করা হবে। তাঁরা দেশের স্থিতিশীলতা চান না বলে এ ধরনের অপকর্মে লিপ্ত হয়েছেন।

স্বাধীনতাবিরোধী একটি কুচক্রী মহল সুকৌশলে দেশের কয়েকটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাসস্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়ে এ দেশের মানুষের হাজার বছরের সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ সব ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা সম্মিলিত প্রয়াসের মাধ্যমে রুখে দেওয়া হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবলের প্রতি আহ্বান জানান বিএমএ নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত