Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৭
চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

নাটোরে চাঁদাবাজির অভিযোগে ফয়সাল আহম্মেদ সোহেল নামের এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। গত শনিবার বিকেলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে ভোররাতে শহরের হাজরা নাটোরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল আহম্মেদ ওই এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে থানায় সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ফয়সাল আহম্মেদ সোহেল দীর্ঘদিন ধরে জেলার একজন খ্যাতনামা কৃষিবিদ কামরুজ্জামানকে হুমকি-ধমকি দিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নাটোর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনের খরচ বাবদ ওই কৃষিবিদের কাছে তিনি মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন।

জানতে চাইলে ওসি মনসুর রহমান আরও বলেন, গত শুক্রবার শহরের একটি সড়কে একা পেয়ে কামরুজ্জামানের কাছ থেকে সোহেল ৪২ হাজার টাকা ছিনিয়ে নেন। এতে কামরুজ্জামান পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে পুলিশ সোহেলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। বিকেলে আদালত সোহেলের জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত