Ajker Patrika

টিকাকেন্দ্রে ছাত্রীকে উত্ত্যক্ত হাতাহাতিতে আহত ৫

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৭
টিকাকেন্দ্রে ছাত্রীকে উত্ত্যক্ত  হাতাহাতিতে আহত ৫

গাইবান্ধার ফুলছড়ি টিকাকেন্দ্রে এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় হাতাহাতিতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত এক কলেজের শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল রোববার সকালে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে। পরে খবর পেয়ে ফুলছড়ি থানার উপপুলিশ পরিদর্শক শাহজাহান আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, উপজেলার আট শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আসে। সকালে শিক্ষার্থীরা টিকাকেন্দ্রে গাদাগাদি করে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। এ সময় এক ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, উদাখালী উচ্চবিদ্যালয় ও বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারি শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা কাঠখড়ি নিয়ে একে অপরকে ধাওয়া করে। এতে বুড়াইল স্কুল অ্যান্ড কলেজের জিয়াম মিয়া (১৯) নামের এক শিক্ষার্থীর মাথা ফেটে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, টিকাদানকেন্দ্রে ছেলেমেয়ে একসঙ্গে দাঁড় করানোর কারণে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থীকে গতকাল করোনার দ্বিতীয় ডোজের টিকার জন্য শিক্ষা অফিস থেকে পাঠানো হয়। একসঙ্গে এত শিক্ষার্থীকে হাসপাতাল থেকে নিয়ন্ত্রণ করা কষ্টকর। এরই মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। পরবর্তী সময়ে পুনরায় যেন টিকাকেন্দ্রে বিশৃঙ্খলা না হয়, সে জন্য সতর্ক থাকা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত