Ajker Patrika

সুবর্ণচর আ.লীগের সম্মেলন কাল

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
সুবর্ণচর আ.লীগের  সম্মেলন কাল

১০ বছর পর আগামীকাল বৃহস্পতিবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে উপজেলা শহরে উৎসব আমেজ বিরাজ করছে। নিষ্ক্রিয় হয়ে পড়া দলীয় নেতা-কর্মীরা চাঙা হয়ে উঠেছেন। উপজেলা শহর বিলবোর্ড ও পোস্টারে ছেয়ে গেছে। নির্মাণ করা হয়েছে তোরণ।

জানা যায়, ২০০৫ সালে নোয়াখালী সদর উপজেলা থেকে আলাদা হওয়ার পর আলোচনার মাধ্যমে দুইবার সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। সবশেষ কমিটি গঠন করা হয় ২০১২ সালের ১৯ নভেম্বর। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী জানান, সম্মেলন সফল করতে সব প্রস্তুতি নিয়েছেন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান বলেন, সম্মেলনের মাধ্যমে পদবঞ্চিত, তৃণমূল, তরুণ প্রজন্ম ও প্রবীণদের সমন্বয়ে কমিটি গঠন করা হলে অবশ্যই দলে আবার প্রাণ ফিরে আসবে। সভাপতি প্রার্থী বাহার উদ্দিন খেলন বলেন, ‘আমিও চাই সম্মেলনের মাধ্যমে পদবঞ্চিতরা নতুন কমিটিতে এসে দলে সক্রিয় ভূমিকা রাখুক।’

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, ‘আমরা সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের মতামত, সমর্থন বা ভোটের মাধ্যমে দক্ষ ও যোগ্য নেতৃত্ব বের করে আনার 
চেষ্টা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত