Ajker Patrika

পাংশায় ইউপি সদস্য প্রার্থীকে গুলি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩: ১২
পাংশায় ইউপি সদস্য প্রার্থীকে গুলি

রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তালাত মাহমুদ শাহিন নামের এক সদস্য প্রার্থীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই সদস্য প্রার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ শাহিন উপজেলার সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর অভিযোগ, ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছে।

মো. তালাত মাহমুদ শাহিন বলেন, তাঁর বাড়িতে নির্বাচনী মিটিং শেষ করে চাচাকে বাড়ি এগিয়ে দিতে যাওয়ার তাঁদের ৮ / ১০ জন ঘিরে ধরে। বহলাডাঙ্গা গ্রামের রাসেল তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। এ সময় তিনি পালানোর জন্য দৌড় দিলে চোখের কোণ ঘেঁষে গুলি বেড়িয়ে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনের চাচা বলেন, ফরিদ বন্দুক দিয়ে তাঁর ভাতিজাকে গুলি করেন। এ সময় ফরিদের সঙ্গে আজিজুল, ফারুক, সোহেল, রাসেল ও আজিজসহ ১০ জন লোক ছিল। তাঁর ভাতিজা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার পর অভিযুক্তরা আরও দুটি ফাঁকা ফায়ার করে চলে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, শাহিন সোমবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

সরিষা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তাঁর কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তালাত মাহমুদ শাহিনের অন্য কোনো সদস্য প্রার্থীর সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত